নড়াইলের কালিয়ায় এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কলামনখালি গ্রামের একটি বাগানে গতকাল এ ঘটনা ঘটে। শিশুটিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, শিশুটি তার মাকে খুঁজতে সকালে বাড়ি থেকে বের হয়। কলামনখালি গ্রামের সড়ক দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি তাকে বাগানে নিয়ে ধর্ষণ করে।