গাজীপুরের কালিয়াকৈরের একটি বিলে গতকাল অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য অধিদফতর। অভিযানে ৮০০ মিটার অবৈধ চায়না দুয়ারি এবং ১০০০ মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী কর্মকর্তা মুসলেউদ্দিন আহমেদ প্রমুখ। আব্দুর রাজ্জাক জানান, এ অভিযান অব্যাহত থাকবে।