নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাত এক পথচারীর (৪৫) মৃত্যু হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর সেতুর ওপর গতকাল এ ঘটনা ঘটে। পুলিশ পরে নিহতের পকেটে থাকা ২২৫০ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, কাঁচপুর সেতুর ওপর দুই দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে ওই ব্যক্তিকে বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।