দিনাজপুরের বিরামপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ সদস্যসহ দুজন নিহত হয়েছেন। এ ছাড়া গাজীপুর, ঝিনাইদহ ও ঠাকুরগাঁওয়ে নিহত হয়েছেন তিনজন। প্রতিনিধিদের খবর-
দিনাজপুর : বিরামপুরে বরযাত্রীর বাস-মোটরসাইকেল সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে বিরামপুর পৌর শহরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জলঢাকা থানার এসআই (ডিএসবি) জহুরুল ইসলাম (৪২) ও তার বন্ধু সুজন হোসেন (৪০)।
গাজীপুর : কাপাসিয়ায় বাসচাপায় গতকাল নিহত হয়েছেন নুরুল আমিন (৩৫) নামে এক মাদরাসা শিক্ষক।
ঝিনাইদহ : কালীগঞ্জে বাস ও পিকআপ ভ্যান সংঘর্ষে চালক নজরুল ইসলাম নিহত হয়েছেন। নজরুল শরিয়তপুর সদর উপজেলার বাসিন্দা।
ঠাকুরগাঁও : বালুবাহী মাহেন্দ্র ট্রলি উল্টে কাদেরুল ইসলাম (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে শহরের হাজিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।