মহাসড়কের ঝুঁকিপূর্ণ (৯০ ডিগ্রি) বাঁকে পরীক্ষামূলকভাবে সড়ক আয়না স্থাপন করেছে নওগাঁ সড়ক ও জনপথ-সওজ বিভাগ। সড়ক দুর্ঘটনা এড়াতে স্থাপন করা এ আয়না পথচারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। পর্যায়ক্রমে জেলার সব সড়কের ঝুঁকিপূর্ণ বাঁকে এ আয়না স্থাপন করার জন্য সরকারের সুদৃষ্টি কামনা করেছে নওগাঁবাসী। নওগাঁ সওজ বিভাগ জানায়, জেলার মান্দা-নিয়ামতপুর-শিবপুর-পোরশা ৫৪ কিলোমিটার মহাসড়কের সবচেয়ে ঝুঁকিপূর্ণ বাঁকবিশিষ্ট ২৫ কিলোমিটারে দুর্ঘটনা এড়াতে ২০টি উত্তল দর্পন (সড়ক আয়না) স্থাপন করা হয়েছে। উন্নতমানের ফাইবারের তৈরি এ আয়না আনা হয়েছে বিদেশ থেকে। ৯০ ডিগ্রির বাঁকগুলোতে আয়নার মাধ্যমে সড়কের উভয় দিক থেকে আসা পথচারীসহ যানবাহন চালকরা অন্য প্রান্তের যানবাহন ও পথচারী দেখতে পাবেন। ফলে নিরাপদভাবে অতিক্রম করা যাবে বাঁক। বর্তমানে ওই সড়কের বাঁকগুলো অতিক্রমের সময় আয়না দেখে নিরাপদে চলাচল করছেন সবাই। ফলে দিনে কিংবা রাতে বাঁক পার হতে কোনো দুর্ঘটনা ঘটছে না। নিয়ামতপুর উপজেলার শিবপুর গ্রামের ভ্যানচালক কচ্ছিমদ্দিন মিয়া বলেন, নিয়ামতপুর-শিবপুর সড়ক ঝুঁকিপূর্ণ বাঁকে ভরা। সড়কটি নতুন করে প্রশস্ত করায় যানবাহন তুলনামূলকভাবে দ্রুত গতিতে চলছে। ফলে ঝুঁকিপূর্ণ বাঁকগুলো অতিক্রম করার সময় অন্যপ্রান্ত থেকে আসা যানবাহনের সঙ্গে প্রায়ই সংঘর্ষ হতো। বাঁকে আয়না স্থাপন করার পর দুর্ঘটনা অনেকটা কমেছে। মান্দা উপজেলার ট্রাকচালক আবদুল মালেক বলেন, যেসব বাঁকে সড়ক আয়না স্থাপন করা হয়েছে সেখানে দুর্ঘটনা কম ঘটছে। সড়কে চলাচল নিরাপদ করতে সব সড়ক-মহাসড়কের ঝুঁকিপূর্ণ বাঁকে এ আয়না স্থাপনের অনুরোধ করছি। নওগাঁ সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদুল হক বলেন, সড়ক নিরাপদ করতে আয়না স্থাপনের পরীক্ষামূলক উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে মান্দা-নিয়ামতপুর-শিবপুর-পোরশা মহাসড়কের দুর্ঘটনা প্রবণ বাঁকগুলোতে উন্নতমানের ফাইবার দিয়ে তৈরি আয়না স্থাপন করা হয়েছে। আয়নাগুলো রোদে নষ্ট হওয়া কিংবা ঢিলে ফেটে যাওয়ার আশঙ্কা নেই। পর্যায়ক্রমে জেলার সব মহাসড়কের ঝুঁকিপূর্ণ বাঁকে সড়ক আয়না স্থাপনের পদক্ষেপ নেওয়া হবে।
শিরোনাম
                        - সারা দেশে পুলিশের অভিযান, গ্রেফতার ১৬৪১
 - বিএনপির প্রার্থী ঘোষণার পরই বগুড়ায় আনন্দ-উৎসব
 - মিশরে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো ‘ইত্তেহাদ’ বার্ষিক অনুষ্ঠান ২০২৫
 - বাণিজ্য ও প্রতিরক্ষা খাতে তুরস্কের সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার
 - নোয়াখালীতে ট্রাক চাপায় তিন যাত্রী নিহত
 - স্ত্রীকে ফেরাতে না পেরে প্রেমিককে হত্যা, স্বামী গ্রেফতার
 - যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৩৭ বন্দিকে মুক্তি দিচ্ছে সরকার
 - চট্টগ্রামে অস্ত্র উদ্ধার মামলায় একজনের ১৭ বছর কারাদণ্ড
 - মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল থেকে বিরত থাকার নির্দেশ সেলিমুজ্জামানের
 - ‘ফিলিস্তিনি যোদ্ধাদের মৃত্যুদণ্ড’ বিল পাসের পথে ইসরায়েলি সংসদ
 - বেসরকারি প্রাথমিকের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে
 - রাজবাড়ীতে ব্যবসায়ীদের হয়রানি বন্ধে মানববন্ধন
 - জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনের নতুন তালিকা প্রকাশ
 - অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা
 - রাজধানীতে গার্মেন্টস কর্মীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
 - মেক্সিকোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা পেরুর
 - মনোনয়ন পেয়ে যে বার্তা দিলেন ইশরাক
 - ১১ নভেম্বর থেকে বাংলাদেশে বিদ্যুৎ বন্ধের হুমকি আদানি পাওয়ারের
 - আবু সাঈদ হত্যা : সাক্ষী না আসায় সাক্ষ্যগ্রহণ আবারও পেছাল
 - ট্রাম্প-সৌদি যুবরাজ বৈঠক ১৮ নভেম্বর