মহাসড়কের ঝুঁকিপূর্ণ (৯০ ডিগ্রি) বাঁকে পরীক্ষামূলকভাবে সড়ক আয়না স্থাপন করেছে নওগাঁ সড়ক ও জনপথ-সওজ বিভাগ। সড়ক দুর্ঘটনা এড়াতে স্থাপন করা এ আয়না পথচারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। পর্যায়ক্রমে জেলার সব সড়কের ঝুঁকিপূর্ণ বাঁকে এ আয়না স্থাপন করার জন্য সরকারের সুদৃষ্টি কামনা করেছে নওগাঁবাসী। নওগাঁ সওজ বিভাগ জানায়, জেলার মান্দা-নিয়ামতপুর-শিবপুর-পোরশা ৫৪ কিলোমিটার মহাসড়কের সবচেয়ে ঝুঁকিপূর্ণ বাঁকবিশিষ্ট ২৫ কিলোমিটারে দুর্ঘটনা এড়াতে ২০টি উত্তল দর্পন (সড়ক আয়না) স্থাপন করা হয়েছে। উন্নতমানের ফাইবারের তৈরি এ আয়না আনা হয়েছে বিদেশ থেকে। ৯০ ডিগ্রির বাঁকগুলোতে আয়নার মাধ্যমে সড়কের উভয় দিক থেকে আসা পথচারীসহ যানবাহন চালকরা অন্য প্রান্তের যানবাহন ও পথচারী দেখতে পাবেন। ফলে নিরাপদভাবে অতিক্রম করা যাবে বাঁক। বর্তমানে ওই সড়কের বাঁকগুলো অতিক্রমের সময় আয়না দেখে নিরাপদে চলাচল করছেন সবাই। ফলে দিনে কিংবা রাতে বাঁক পার হতে কোনো দুর্ঘটনা ঘটছে না। নিয়ামতপুর উপজেলার শিবপুর গ্রামের ভ্যানচালক কচ্ছিমদ্দিন মিয়া বলেন, নিয়ামতপুর-শিবপুর সড়ক ঝুঁকিপূর্ণ বাঁকে ভরা। সড়কটি নতুন করে প্রশস্ত করায় যানবাহন তুলনামূলকভাবে দ্রুত গতিতে চলছে। ফলে ঝুঁকিপূর্ণ বাঁকগুলো অতিক্রম করার সময় অন্যপ্রান্ত থেকে আসা যানবাহনের সঙ্গে প্রায়ই সংঘর্ষ হতো। বাঁকে আয়না স্থাপন করার পর দুর্ঘটনা অনেকটা কমেছে। মান্দা উপজেলার ট্রাকচালক আবদুল মালেক বলেন, যেসব বাঁকে সড়ক আয়না স্থাপন করা হয়েছে সেখানে দুর্ঘটনা কম ঘটছে। সড়কে চলাচল নিরাপদ করতে সব সড়ক-মহাসড়কের ঝুঁকিপূর্ণ বাঁকে এ আয়না স্থাপনের অনুরোধ করছি। নওগাঁ সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদুল হক বলেন, সড়ক নিরাপদ করতে আয়না স্থাপনের পরীক্ষামূলক উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে মান্দা-নিয়ামতপুর-শিবপুর-পোরশা মহাসড়কের দুর্ঘটনা প্রবণ বাঁকগুলোতে উন্নতমানের ফাইবার দিয়ে তৈরি আয়না স্থাপন করা হয়েছে। আয়নাগুলো রোদে নষ্ট হওয়া কিংবা ঢিলে ফেটে যাওয়ার আশঙ্কা নেই। পর্যায়ক্রমে জেলার সব মহাসড়কের ঝুঁকিপূর্ণ বাঁকে সড়ক আয়না স্থাপনের পদক্ষেপ নেওয়া হবে।
শিরোনাম
- ঢামেকের সামনের ফুটপাতে মিলল বৃদ্ধার মরদেহ
- হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, স্ক্যান করে পাঠানো যাবে নথিপত্র
- যাত্রাবাড়ী থেকে হত্যা মামলার দুই আসামি গ্রেফতার
- ২ ঘণ্টা পর টিকাটুলির ভবনের আগুন নিয়ন্ত্রণে
- দাঁড়িয়ে থাকা বোয়িং বিমানে আঘাত করলো লাগেজ ট্রলি
- শরীরে ‘ইসলামিক’ ট্যাটু করা কি জায়েজ
- খেলাধুলার মানোন্নয়নে ক্রীড়া সাংবাদিকতার ভূমিকা
- পর্যটনের স্বপ্ন ফাইলেই বন্দি
- স্বস্তির জয়ে ক্লাব বিশ্বকাপের শেষ আটের মঞ্চে রিয়াল
- উড্ডয়নের ৭ মিনিট পরই বিধ্বস্ত বিমান, নিহত ৬
- ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা
- ভরপেট খেলেও মোটা হবেন না, জানুন কোন খাবারগুলো নিরাপদ
- দাম কমলো ব্রডব্যান্ড ইন্টারনেটের, আজ থেকেই কার্যকর নতুন প্যাকেজ
- টিএসসিতে রিকশার ভেতরেই মিলল চালকের মরদেহ
- চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেন বরখাস্ত
- ১৯৭৩ সালের পর ডলারের সবচেয়ে বড় পতন: সংকটে যুক্তরাষ্ট্র
- প্রেমে ব্যর্থ হলে বাথরুম পরিষ্কার করেন যে অভিনেতা
- কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে জাতীয় রাজস্ব বোর্ডের নতুন নির্দেশনা
- ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া শুরু
- মুস্তাফিজকে নিয়ে আলাদা পরিকল্পনা সাজাচ্ছে শ্রীলঙ্কা