মহাসড়কের ঝুঁকিপূর্ণ (৯০ ডিগ্রি) বাঁকে পরীক্ষামূলকভাবে সড়ক আয়না স্থাপন করেছে নওগাঁ সড়ক ও জনপথ-সওজ বিভাগ। সড়ক দুর্ঘটনা এড়াতে স্থাপন করা এ আয়না পথচারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। পর্যায়ক্রমে জেলার সব সড়কের ঝুঁকিপূর্ণ বাঁকে এ আয়না স্থাপন করার জন্য সরকারের সুদৃষ্টি কামনা করেছে নওগাঁবাসী। নওগাঁ সওজ বিভাগ জানায়, জেলার মান্দা-নিয়ামতপুর-শিবপুর-পোরশা ৫৪ কিলোমিটার মহাসড়কের সবচেয়ে ঝুঁকিপূর্ণ বাঁকবিশিষ্ট ২৫ কিলোমিটারে দুর্ঘটনা এড়াতে ২০টি উত্তল দর্পন (সড়ক আয়না) স্থাপন করা হয়েছে। উন্নতমানের ফাইবারের তৈরি এ আয়না আনা হয়েছে বিদেশ থেকে। ৯০ ডিগ্রির বাঁকগুলোতে আয়নার মাধ্যমে সড়কের উভয় দিক থেকে আসা পথচারীসহ যানবাহন চালকরা অন্য প্রান্তের যানবাহন ও পথচারী দেখতে পাবেন। ফলে নিরাপদভাবে অতিক্রম করা যাবে বাঁক। বর্তমানে ওই সড়কের বাঁকগুলো অতিক্রমের সময় আয়না দেখে নিরাপদে চলাচল করছেন সবাই। ফলে দিনে কিংবা রাতে বাঁক পার হতে কোনো দুর্ঘটনা ঘটছে না। নিয়ামতপুর উপজেলার শিবপুর গ্রামের ভ্যানচালক কচ্ছিমদ্দিন মিয়া বলেন, নিয়ামতপুর-শিবপুর সড়ক ঝুঁকিপূর্ণ বাঁকে ভরা। সড়কটি নতুন করে প্রশস্ত করায় যানবাহন তুলনামূলকভাবে দ্রুত গতিতে চলছে। ফলে ঝুঁকিপূর্ণ বাঁকগুলো অতিক্রম করার সময় অন্যপ্রান্ত থেকে আসা যানবাহনের সঙ্গে প্রায়ই সংঘর্ষ হতো। বাঁকে আয়না স্থাপন করার পর দুর্ঘটনা অনেকটা কমেছে। মান্দা উপজেলার ট্রাকচালক আবদুল মালেক বলেন, যেসব বাঁকে সড়ক আয়না স্থাপন করা হয়েছে সেখানে দুর্ঘটনা কম ঘটছে। সড়কে চলাচল নিরাপদ করতে সব সড়ক-মহাসড়কের ঝুঁকিপূর্ণ বাঁকে এ আয়না স্থাপনের অনুরোধ করছি। নওগাঁ সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদুল হক বলেন, সড়ক নিরাপদ করতে আয়না স্থাপনের পরীক্ষামূলক উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে মান্দা-নিয়ামতপুর-শিবপুর-পোরশা মহাসড়কের দুর্ঘটনা প্রবণ বাঁকগুলোতে উন্নতমানের ফাইবার দিয়ে তৈরি আয়না স্থাপন করা হয়েছে। আয়নাগুলো রোদে নষ্ট হওয়া কিংবা ঢিলে ফেটে যাওয়ার আশঙ্কা নেই। পর্যায়ক্রমে জেলার সব মহাসড়কের ঝুঁকিপূর্ণ বাঁকে সড়ক আয়না স্থাপনের পদক্ষেপ নেওয়া হবে।
শিরোনাম
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ২৯ জন
- জয়ের পরই বাবার মৃত্যুর খবর পেলেন লঙ্কান ক্রিকেটার
- বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
দুর্ঘটনা কমাতে ঝুঁকিপূর্ণ বাঁকে সড়ক আয়না
নওগাঁ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর