মহাসড়কের ঝুঁকিপূর্ণ (৯০ ডিগ্রি) বাঁকে পরীক্ষামূলকভাবে সড়ক আয়না স্থাপন করেছে নওগাঁ সড়ক ও জনপথ-সওজ বিভাগ। সড়ক দুর্ঘটনা এড়াতে স্থাপন করা এ আয়না পথচারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। পর্যায়ক্রমে জেলার সব সড়কের ঝুঁকিপূর্ণ বাঁকে এ আয়না স্থাপন করার জন্য সরকারের সুদৃষ্টি কামনা করেছে নওগাঁবাসী। নওগাঁ সওজ বিভাগ জানায়, জেলার মান্দা-নিয়ামতপুর-শিবপুর-পোরশা ৫৪ কিলোমিটার মহাসড়কের সবচেয়ে ঝুঁকিপূর্ণ বাঁকবিশিষ্ট ২৫ কিলোমিটারে দুর্ঘটনা এড়াতে ২০টি উত্তল দর্পন (সড়ক আয়না) স্থাপন করা হয়েছে। উন্নতমানের ফাইবারের তৈরি এ আয়না আনা হয়েছে বিদেশ থেকে। ৯০ ডিগ্রির বাঁকগুলোতে আয়নার মাধ্যমে সড়কের উভয় দিক থেকে আসা পথচারীসহ যানবাহন চালকরা অন্য প্রান্তের যানবাহন ও পথচারী দেখতে পাবেন। ফলে নিরাপদভাবে অতিক্রম করা যাবে বাঁক। বর্তমানে ওই সড়কের বাঁকগুলো অতিক্রমের সময় আয়না দেখে নিরাপদে চলাচল করছেন সবাই। ফলে দিনে কিংবা রাতে বাঁক পার হতে কোনো দুর্ঘটনা ঘটছে না। নিয়ামতপুর উপজেলার শিবপুর গ্রামের ভ্যানচালক কচ্ছিমদ্দিন মিয়া বলেন, নিয়ামতপুর-শিবপুর সড়ক ঝুঁকিপূর্ণ বাঁকে ভরা। সড়কটি নতুন করে প্রশস্ত করায় যানবাহন তুলনামূলকভাবে দ্রুত গতিতে চলছে। ফলে ঝুঁকিপূর্ণ বাঁকগুলো অতিক্রম করার সময় অন্যপ্রান্ত থেকে আসা যানবাহনের সঙ্গে প্রায়ই সংঘর্ষ হতো। বাঁকে আয়না স্থাপন করার পর দুর্ঘটনা অনেকটা কমেছে। মান্দা উপজেলার ট্রাকচালক আবদুল মালেক বলেন, যেসব বাঁকে সড়ক আয়না স্থাপন করা হয়েছে সেখানে দুর্ঘটনা কম ঘটছে। সড়কে চলাচল নিরাপদ করতে সব সড়ক-মহাসড়কের ঝুঁকিপূর্ণ বাঁকে এ আয়না স্থাপনের অনুরোধ করছি। নওগাঁ সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদুল হক বলেন, সড়ক নিরাপদ করতে আয়না স্থাপনের পরীক্ষামূলক উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে মান্দা-নিয়ামতপুর-শিবপুর-পোরশা মহাসড়কের দুর্ঘটনা প্রবণ বাঁকগুলোতে উন্নতমানের ফাইবার দিয়ে তৈরি আয়না স্থাপন করা হয়েছে। আয়নাগুলো রোদে নষ্ট হওয়া কিংবা ঢিলে ফেটে যাওয়ার আশঙ্কা নেই। পর্যায়ক্রমে জেলার সব মহাসড়কের ঝুঁকিপূর্ণ বাঁকে সড়ক আয়না স্থাপনের পদক্ষেপ নেওয়া হবে।
শিরোনাম
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
দুর্ঘটনা কমাতে ঝুঁকিপূর্ণ বাঁকে সড়ক আয়না
নওগাঁ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর