সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল বিকালে সেতুর পশ্চিম গোলচত্বর এলাকায় পুলিশ বক্সের সামনের বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- পাবনার সোহাগ প্রামাণিক (২৬) ও কক্সবাজারের আবদুল মোনাফ (৩৬)। সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ওসি জুলহাজ উদ্দীন বলেন, বিকালে চেকপোস্ট বসিয়ে চট্টগ্রাম থেকে পাবনাগামী পাবনা এক্সপ্রেস বাসে তল্লাশি করা হয়।