শরীয়তপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে ড্রেজারের ছড়াছড়ি। যেখানে সেখানে ড্রেজার বসিয়ে নদী থেকে বালু তোলা হচ্ছে। প্রভাবশালীদের ভয়ে প্রতিবাদ করতেও সাহস পায় না স্থানীয়রা। অবাধে বালু তোলার ফলে নদীর পারের বাড়িঘর বর্ষা মৌসুমে ভাঙনের শিকার হয়। স্থানীয়রা জানায়, শরীয়তপুর সদর উপজেলার র্কীতিনাশা নদীর (আংগারীয়া থেকে গয়াতলা হয়ে আবুরা পর্যন্ত) প্রায় ১ কিলোমিটার অংশে দীর্ঘদিন ধরে বালু তুলে বিক্রি করছে প্রভাবশালী ড্রেজার ব্যবসায়ীরা। গতকাল সরেজমিন দেখা যায়, গয়াতলা ব্রিজের দুই পাশে একশত গজের মধ্যে দুটি ড্রেজার বসানো রয়েছে। ব্রিজের উত্তর পাশের ড্রেজারটি তখনো চলছিল। স্থানীয়দের কাছে ড্রেজার মালিক সম্পর্কে জানাতে চাইলে নামপ্রকাশ না করার শর্তে তারা জানান, স্থানীয় এক প্রভাবশালীর ড্রেজার এটি। দীর্ঘদিন ধরে তিনি এখানে ড্রেজার বসিয়ে বালু ব্যবসা করছেন। মাঝে মধ্যে প্রশাসনের লোকজন এসে উচ্ছেদ করে। আবার তিনি তা ঠিক ঠাক করে বালু উঠান। এভাবেই চলছে তার দীর্ঘদিনের ব্যবসা। একটু উত্তর দিকে এগুলেই চোখে পড়ে আরও একটি ড্রেজার। কাছে গিয়ে একজনের কাছে ড্রেজার কার প্রশ্ন করতেই তিনি উত্তর দেন- ভাই আমার। কীভাবে এ জায়গা থেকে বালু তুলছেন জানতে চাইলে তিনি বলেন ভাই আপনারা তো সবই বোঝেন। তবে তিনি আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলতে রাজি হননি। তার কাছ থেকে আরও একটু উত্তর দিকে এগুলেই দেখা মিলে আরও দুটি ড্রেজার। এভাবে নদীর ১ কিলোমিটার এলাকায় সাত-আটটি ড্রেজার দীর্ঘদিন ধরে ব্যবসা করছে। স্থানীয়রা জানায়, প্রতি মাসে লাখ লাখ টাকার বালু তুলে বিক্রি করছে ড্রেজার ব্যবসায়ীরা। প্রশাসনের পক্ষ থেকে মাঝে মধ্যে অভিযান চালানো হলেও ড্রেজার বন্ধে কঠোর কোনো পদক্ষেপ চোখে পড়েনি। শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। এরপরও তাদের নিয়ন্ত্রণ করতে পারছি না। একেকজন ড্রেজার মালিক একাধিকবার ভ্রাম্যমাণ আদালতে জরিমানা দিয়েছেন। এখন নিয়মিত মামলা করা যায় কি না- সেদিকে যেতে হবে। পান্নু সরদার নামে একজন রয়েছেন তাকে কোনোভাবেই থামাতে পারছি না। মেশিন ভেঙে দিয়ে আসার পরেই আবার শুরু করে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
শিরোনাম
- আশুগঞ্জে ১২০ কেজি গাঁজাসহ পাচারকারী গ্রেফতার, পিকআপ জব্দ
- সাংবাদিকদের সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে: মুন্সীগঞ্জে ফারুক ওয়াসিফ
- কোনো অপশক্তিই নির্বাচন বানচাল করতে পারবে না : আইজিপি
- পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে রদবদল
- জনগণকে যারা বাদ দিয়েছে, তারাই আজ জনগণ থেকে বিচ্ছিন্ন : খোকন
- রূপগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
- লকডাউন আর বেহেশতের টিকিট বিলিকারীদের মধ্যে সম্পর্ক আছে : এ্যানী
- ৫০০ মিটার সেতুর অভাবে তিন জেলার মানুষের ভোগান্তি
- নির্বাচন ঘিরে ৯ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা
- শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’ চালু
- নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা সভা-র্যালি
- হুথিদের হামলা বন্ধের আহ্বান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের
- নির্বাচিত সরকার ভোলার গ্যাস সমস্যার সমাধান করবে : শিল্প উপদেষ্টা
- ৭৭ বছরে পা দিলেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস
- আজ থেকে সীমিত পরিসরে নতুন ইউনিফর্মে পুলিশ
- স্ত্রীর মামলায় হিরো আলম গ্রেফতার
- বেতার শিল্পী আফরোজা নিজামীর পাশে দাঁড়ালেন তারেক রহমান
- নতুন করে সংঘর্ষের পর থাইল্যান্ড-কম্বোডিয়াকে ট্রাম্পের ফোন
- ‘বিএনপি ক্ষমতায় গেলে ‘আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস’ সংবিধানে পুনর্বহাল করা হবে’
- সুইডিশ যুদ্ধবিমান কিনতে ৪.৩ বিলিয়ন ডলারের চুক্তি কলম্বিয়ার
অবাধে তোলা হচ্ছে বালু
বর্ষা মৌসুমে দেখা দেয় নদী ভাঙন
শরীয়তপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর