শরীয়তপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে ড্রেজারের ছড়াছড়ি। যেখানে সেখানে ড্রেজার বসিয়ে নদী থেকে বালু তোলা হচ্ছে। প্রভাবশালীদের ভয়ে প্রতিবাদ করতেও সাহস পায় না স্থানীয়রা। অবাধে বালু তোলার ফলে নদীর পারের বাড়িঘর বর্ষা মৌসুমে ভাঙনের শিকার হয়। স্থানীয়রা জানায়, শরীয়তপুর সদর উপজেলার র্কীতিনাশা নদীর (আংগারীয়া থেকে গয়াতলা হয়ে আবুরা পর্যন্ত) প্রায় ১ কিলোমিটার অংশে দীর্ঘদিন ধরে বালু তুলে বিক্রি করছে প্রভাবশালী ড্রেজার ব্যবসায়ীরা। গতকাল সরেজমিন দেখা যায়, গয়াতলা ব্রিজের দুই পাশে একশত গজের মধ্যে দুটি ড্রেজার বসানো রয়েছে। ব্রিজের উত্তর পাশের ড্রেজারটি তখনো চলছিল। স্থানীয়দের কাছে ড্রেজার মালিক সম্পর্কে জানাতে চাইলে নামপ্রকাশ না করার শর্তে তারা জানান, স্থানীয় এক প্রভাবশালীর ড্রেজার এটি। দীর্ঘদিন ধরে তিনি এখানে ড্রেজার বসিয়ে বালু ব্যবসা করছেন। মাঝে মধ্যে প্রশাসনের লোকজন এসে উচ্ছেদ করে। আবার তিনি তা ঠিক ঠাক করে বালু উঠান। এভাবেই চলছে তার দীর্ঘদিনের ব্যবসা। একটু উত্তর দিকে এগুলেই চোখে পড়ে আরও একটি ড্রেজার। কাছে গিয়ে একজনের কাছে ড্রেজার কার প্রশ্ন করতেই তিনি উত্তর দেন- ভাই আমার। কীভাবে এ জায়গা থেকে বালু তুলছেন জানতে চাইলে তিনি বলেন ভাই আপনারা তো সবই বোঝেন। তবে তিনি আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলতে রাজি হননি। তার কাছ থেকে আরও একটু উত্তর দিকে এগুলেই দেখা মিলে আরও দুটি ড্রেজার। এভাবে নদীর ১ কিলোমিটার এলাকায় সাত-আটটি ড্রেজার দীর্ঘদিন ধরে ব্যবসা করছে। স্থানীয়রা জানায়, প্রতি মাসে লাখ লাখ টাকার বালু তুলে বিক্রি করছে ড্রেজার ব্যবসায়ীরা। প্রশাসনের পক্ষ থেকে মাঝে মধ্যে অভিযান চালানো হলেও ড্রেজার বন্ধে কঠোর কোনো পদক্ষেপ চোখে পড়েনি। শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। এরপরও তাদের নিয়ন্ত্রণ করতে পারছি না। একেকজন ড্রেজার মালিক একাধিকবার ভ্রাম্যমাণ আদালতে জরিমানা দিয়েছেন। এখন নিয়মিত মামলা করা যায় কি না- সেদিকে যেতে হবে। পান্নু সরদার নামে একজন রয়েছেন তাকে কোনোভাবেই থামাতে পারছি না। মেশিন ভেঙে দিয়ে আসার পরেই আবার শুরু করে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
শিরোনাম
- ঢামেকের সামনের ফুটপাতে মিলল বৃদ্ধার মরদেহ
- হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, স্ক্যান করে পাঠানো যাবে নথিপত্র
- যাত্রাবাড়ী থেকে হত্যা মামলার দুই আসামি গ্রেফতার
- ২ ঘণ্টা পর টিকাটুলির ভবনের আগুন নিয়ন্ত্রণে
- দাঁড়িয়ে থাকা বোয়িং বিমানে আঘাত করলো লাগেজ ট্রলি
- শরীরে ‘ইসলামিক’ ট্যাটু করা কি জায়েজ
- খেলাধুলার মানোন্নয়নে ক্রীড়া সাংবাদিকতার ভূমিকা
- পর্যটনের স্বপ্ন ফাইলেই বন্দি
- স্বস্তির জয়ে ক্লাব বিশ্বকাপের শেষ আটের মঞ্চে রিয়াল
- উড্ডয়নের ৭ মিনিট পরই বিধ্বস্ত বিমান, নিহত ৬
- ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা
- ভরপেট খেলেও মোটা হবেন না, জানুন কোন খাবারগুলো নিরাপদ
- দাম কমলো ব্রডব্যান্ড ইন্টারনেটের, আজ থেকেই কার্যকর নতুন প্যাকেজ
- টিএসসিতে রিকশার ভেতরেই মিলল চালকের মরদেহ
- চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেন বরখাস্ত
- ১৯৭৩ সালের পর ডলারের সবচেয়ে বড় পতন: সংকটে যুক্তরাষ্ট্র
- প্রেমে ব্যর্থ হলে বাথরুম পরিষ্কার করেন যে অভিনেতা
- কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে জাতীয় রাজস্ব বোর্ডের নতুন নির্দেশনা
- ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া শুরু
- মুস্তাফিজকে নিয়ে আলাদা পরিকল্পনা সাজাচ্ছে শ্রীলঙ্কা