শরীয়তপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে ড্রেজারের ছড়াছড়ি। যেখানে সেখানে ড্রেজার বসিয়ে নদী থেকে বালু তোলা হচ্ছে। প্রভাবশালীদের ভয়ে প্রতিবাদ করতেও সাহস পায় না স্থানীয়রা। অবাধে বালু তোলার ফলে নদীর পারের বাড়িঘর বর্ষা মৌসুমে ভাঙনের শিকার হয়। স্থানীয়রা জানায়, শরীয়তপুর সদর উপজেলার র্কীতিনাশা নদীর (আংগারীয়া থেকে গয়াতলা হয়ে আবুরা পর্যন্ত) প্রায় ১ কিলোমিটার অংশে দীর্ঘদিন ধরে বালু তুলে বিক্রি করছে প্রভাবশালী ড্রেজার ব্যবসায়ীরা। গতকাল সরেজমিন দেখা যায়, গয়াতলা ব্রিজের দুই পাশে একশত গজের মধ্যে দুটি ড্রেজার বসানো রয়েছে। ব্রিজের উত্তর পাশের ড্রেজারটি তখনো চলছিল। স্থানীয়দের কাছে ড্রেজার মালিক সম্পর্কে জানাতে চাইলে নামপ্রকাশ না করার শর্তে তারা জানান, স্থানীয় এক প্রভাবশালীর ড্রেজার এটি। দীর্ঘদিন ধরে তিনি এখানে ড্রেজার বসিয়ে বালু ব্যবসা করছেন। মাঝে মধ্যে প্রশাসনের লোকজন এসে উচ্ছেদ করে। আবার তিনি তা ঠিক ঠাক করে বালু উঠান। এভাবেই চলছে তার দীর্ঘদিনের ব্যবসা। একটু উত্তর দিকে এগুলেই চোখে পড়ে আরও একটি ড্রেজার। কাছে গিয়ে একজনের কাছে ড্রেজার কার প্রশ্ন করতেই তিনি উত্তর দেন- ভাই আমার। কীভাবে এ জায়গা থেকে বালু তুলছেন জানতে চাইলে তিনি বলেন ভাই আপনারা তো সবই বোঝেন। তবে তিনি আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলতে রাজি হননি। তার কাছ থেকে আরও একটু উত্তর দিকে এগুলেই দেখা মিলে আরও দুটি ড্রেজার। এভাবে নদীর ১ কিলোমিটার এলাকায় সাত-আটটি ড্রেজার দীর্ঘদিন ধরে ব্যবসা করছে। স্থানীয়রা জানায়, প্রতি মাসে লাখ লাখ টাকার বালু তুলে বিক্রি করছে ড্রেজার ব্যবসায়ীরা। প্রশাসনের পক্ষ থেকে মাঝে মধ্যে অভিযান চালানো হলেও ড্রেজার বন্ধে কঠোর কোনো পদক্ষেপ চোখে পড়েনি। শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। এরপরও তাদের নিয়ন্ত্রণ করতে পারছি না। একেকজন ড্রেজার মালিক একাধিকবার ভ্রাম্যমাণ আদালতে জরিমানা দিয়েছেন। এখন নিয়মিত মামলা করা যায় কি না- সেদিকে যেতে হবে। পান্নু সরদার নামে একজন রয়েছেন তাকে কোনোভাবেই থামাতে পারছি না। মেশিন ভেঙে দিয়ে আসার পরেই আবার শুরু করে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
অবাধে তোলা হচ্ছে বালু
বর্ষা মৌসুমে দেখা দেয় নদী ভাঙন
শরীয়তপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর