শরীয়তপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে ড্রেজারের ছড়াছড়ি। যেখানে সেখানে ড্রেজার বসিয়ে নদী থেকে বালু তোলা হচ্ছে। প্রভাবশালীদের ভয়ে প্রতিবাদ করতেও সাহস পায় না স্থানীয়রা। অবাধে বালু তোলার ফলে নদীর পারের বাড়িঘর বর্ষা মৌসুমে ভাঙনের শিকার হয়। স্থানীয়রা জানায়, শরীয়তপুর সদর উপজেলার র্কীতিনাশা নদীর (আংগারীয়া থেকে গয়াতলা হয়ে আবুরা পর্যন্ত) প্রায় ১ কিলোমিটার অংশে দীর্ঘদিন ধরে বালু তুলে বিক্রি করছে প্রভাবশালী ড্রেজার ব্যবসায়ীরা। গতকাল সরেজমিন দেখা যায়, গয়াতলা ব্রিজের দুই পাশে একশত গজের মধ্যে দুটি ড্রেজার বসানো রয়েছে। ব্রিজের উত্তর পাশের ড্রেজারটি তখনো চলছিল। স্থানীয়দের কাছে ড্রেজার মালিক সম্পর্কে জানাতে চাইলে নামপ্রকাশ না করার শর্তে তারা জানান, স্থানীয় এক প্রভাবশালীর ড্রেজার এটি। দীর্ঘদিন ধরে তিনি এখানে ড্রেজার বসিয়ে বালু ব্যবসা করছেন। মাঝে মধ্যে প্রশাসনের লোকজন এসে উচ্ছেদ করে। আবার তিনি তা ঠিক ঠাক করে বালু উঠান। এভাবেই চলছে তার দীর্ঘদিনের ব্যবসা। একটু উত্তর দিকে এগুলেই চোখে পড়ে আরও একটি ড্রেজার। কাছে গিয়ে একজনের কাছে ড্রেজার কার প্রশ্ন করতেই তিনি উত্তর দেন- ভাই আমার। কীভাবে এ জায়গা থেকে বালু তুলছেন জানতে চাইলে তিনি বলেন ভাই আপনারা তো সবই বোঝেন। তবে তিনি আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলতে রাজি হননি। তার কাছ থেকে আরও একটু উত্তর দিকে এগুলেই দেখা মিলে আরও দুটি ড্রেজার। এভাবে নদীর ১ কিলোমিটার এলাকায় সাত-আটটি ড্রেজার দীর্ঘদিন ধরে ব্যবসা করছে। স্থানীয়রা জানায়, প্রতি মাসে লাখ লাখ টাকার বালু তুলে বিক্রি করছে ড্রেজার ব্যবসায়ীরা। প্রশাসনের পক্ষ থেকে মাঝে মধ্যে অভিযান চালানো হলেও ড্রেজার বন্ধে কঠোর কোনো পদক্ষেপ চোখে পড়েনি। শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। এরপরও তাদের নিয়ন্ত্রণ করতে পারছি না। একেকজন ড্রেজার মালিক একাধিকবার ভ্রাম্যমাণ আদালতে জরিমানা দিয়েছেন। এখন নিয়মিত মামলা করা যায় কি না- সেদিকে যেতে হবে। পান্নু সরদার নামে একজন রয়েছেন তাকে কোনোভাবেই থামাতে পারছি না। মেশিন ভেঙে দিয়ে আসার পরেই আবার শুরু করে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
শিরোনাম
- নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের
- ‘শততম’ ম্যাচে শতক হাঁকালেন লিটনও
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
অবাধে তোলা হচ্ছে বালু
বর্ষা মৌসুমে দেখা দেয় নদী ভাঙন
শরীয়তপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর