ডলার সংকট, অবরোধ, হরতালসহ নানা কারণে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিতে ভাটা পড়েছে। কমেছে রাজস্ব আয়। একাধিক ব্যবসায়ী, স্থলবন্দর এবং শুল্ক স্টেশন সূত্রে এসব তথ্য জানা গেছে। ব্যবসায়ীরা বলছেন, আমদানির লক্ষ্যে তফসিলি ব্যাংক থেকে লেটার অব ক্রেডিট (এলসি) বা প্রত্যয়নপত্র চাহিদা অনুযায়ী পাওয়া যাচ্ছে না। কয়েক মাস আগে চাহিদা অনুযায়ী আমদানি পণ্য মূল্যের ২০ শতাংশ থেকে ২৫ শতাংশ নগদ অর্থ ব্যাংকে জমা দেওয়া হলে ব্যাংক পুরো অর্থ পরিশোধের দায় নিয়ে আমদানিকারককে প্রত্যয়নপত্র দিত। পণ্য এনে (আমদানি) বিক্রি করে শর্তানুযায়ী অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দিতেন আমদানিকারকরা। কিন্তু এ সুযোগ এখন দিচ্ছে না ব্যাংকগুলো। একাধিক ব্যাংকের ব্যবস্থাপক জানান, ব্যাংক সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ও দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ঠিক রাখতে ব্যবসায়ীদের কম এলসি দেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের দাবি, ব্যবসা কমে যাওয়ার অন্যতম কারণ হলো ডলার-সংকট। চাহিদা অনুযায়ী ডলারের অভাবে এলসি না পাওয়ায় ব্যবসা করা সম্ভব হচ্ছে না। পণ্য আমদানি ডলারের যে দরে করা হলো, পরে বিল পরিশোধ করতে গেলে এর দর বৃদ্ধির কথা বলে ব্যাংক কর্তৃপক্ষ বেশি টাকা নেয়। এতে পণ্য আমদানি করে লাভ নয় বরং ক্ষতি হচ্ছে। এ কারণে অনেক আমদানিকারক পণ্য আমদানি করেছেন না। এতে বন্দরে ব্যবসায় ধস নেমেছে। এ ছাড়া অবরোধ, হরতালসহ দেশের বিভিন্ন জায়গায় গাড়িতে আগুন দেওয়ায় ঝুঁকি নিয়ে ব্যবসা করতে রাজি হচ্ছেন না অনেক আমদানি-রপ্তানিকারক। চালকরাও দূরদূরান্তে পণ্যবাহী গাড়ি নিয়ে যেতে ও আনতে নিরাপত্তার শঙ্কা করছেন। বুড়িমারী স্থলবন্দরের আমদানিকারক প্রতিষ্ঠান মেরি শিপিং লাইনসের স্বত্বাধিকারী রেজাউল করিম রেজওয়ান বলেন, ‘ডলারের বাজার স্থিতিশীল নয়।’ আমদানিকারক রাইসা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবু সাঈদ বলেন, ‘আন্তর্জাতিক বাজারে ডলার সংকট। দেশে ডলারের দরও ঠিক নেই। একেক ব্যাংকে একেক দর। ব্যবসায় লস হচ্ছে। উল্টাপাল্টা দরের কারণে এলসি বন্ধ রাখছি।’ ইসলামী ব্যাংক পাটগ্রাম শাখার ব্যবস্থাপক আখতারুল ইসলাম বলেন, ‘অ্যাভেইলেবল (সহজে) এলসি দেওয়া হচ্ছে না। পণ্যের গুরুত্ব ও চাহিদা বুঝে এলসি দেওয়া হচ্ছে। বুড়িমারী কাস্টমসের উপপরিচালক গিয়াস উদ্দিন বলেন, ডলার সংকট প্রকট আকার ধারণ করায় বন্দরে ব্যবসা-বাণিজ্য কমেছে। ফলে আয় কিছুটা কমেছে। এ সংকট কতদিনে নিরসন হবে তা বলা মুশকিল।
শিরোনাম
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে : মোশাররফ
- কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাশ ১০৮ জন
- আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
- সোমবার সারা দেশে যানবাহন চলবে : পরিবহন শ্রমিক ফেডারেশন
- ব্রিতে নবান্ন উৎসব উদযাপিত
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
- নবীনগরে কার্যত্রম নিষিদ্ধ আ.লীগের তিন নেতা গ্রেপ্তার
- একযুগের বেশি পদোন্নতি বঞ্চিত শিক্ষকদের কর্মবিরতি
- আর্মি অর্ডন্যান্স কোরের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
- বিইউবিটিতে ‘জব হান্টিং ২.০’ শীর্ষক সেশন অনুষ্ঠিত
- সুষ্ঠু নির্বাচনের জন্য করণীয় সব কিছুই করছে ইসি : আনোয়ারুল
- ‘দেশের মানুষ মনে করে হাসিনাকে আদালত সর্বোচ্চ শাস্তি দেবেন’
- সাবেক মন্ত্রী মায়া ও তার স্ত্রীর নামে দুদকের দুই মামলা
- ফ্যাসিবাদী শক্তি মোকাবিলায় জনগণ সক্রিয় থাকবে : আমানউল্লাহ
- কুয়েতে হোমনা প্রবাসীদের মিলনমেলা ও পিঠা উৎসব
- বিয়ের আশায় ১৭ দিনের নবজাতককে হত্যা করল ৪ খালা
- ইথিওপিয়ায় প্রথমবারের মতো মারাত্মক মারবার্গ ভাইরাসের প্রাদুর্ভাব
- চট্টগ্রাম কলেজে শিক্ষক সংকটে বিঘ্নিত গুণগত শিক্ষা
- স্কুল-কলেজের সভাপতির দায়িত্বে ইউএনও–ডিসি
- রূপগঞ্জের গোলাম ফারুক খোকন বিএসটিএমপিআইএ'র সভাপতি