আজ (৬ ডিসেম্বর) মেহেরপুর, হবিগঞ্জ, লালমনিরহাট, কুড়িগ্রাম, ফেনী জেলা এবং দিনাজপুরের বোচাগঞ্জ, বীরগঞ্জ ও বিরামপুর উপজেলা হানাদারমুক্ত দিবস। দিবসটি উপলক্ষে এসব এলাকায় আয়োজন করা হয়েছে নানা কর্মসূচি। প্রতিনিধিদের পাঠানো খবর- মেহেরপুর : মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে ৫ ডিসেম্বর রাত থেকেই পাকিস্তানি বাহিনী মেহেরপুর ছেড়ে পালাতে থাকে। ৬ ডিসেম্বর সকালে মিত্র বাহিনী শহরে প্রবেশ করলে অবরুদ্ধ জনতা জয়ের উল্লাসে যোগ দেয়। হবিগঞ্জ : একাত্তরের এই দিনে পাক বাহিনীর সদস্যরা হবিগঞ্জ ত্যাগ করতে বাধ্য হয়। মুক্ত হয় হবিগঞ্জ জেলা। সদর থানা কম্পাউন্ডে বিজয় পতাকা উত্তোলন করা হয়। দিবসটি উপলক্ষে শহরে র্যালি ও আলোচনা সভা হবে। লালমনিরহাট : ১৯৭১ সালের ৬ ডিসেম্বর হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় লালমনিরহাট। দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারিভাবে বিভিন্ন সড়কে তোরণ নির্মাণ করা হয়েছে। জেলা মুক্তিযোদ্ধা সংসদ জাতীয় পতাকা উত্তোলন করবে। জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের নেতৃত্বে লালমনিরহাট হাইস্কুল মাঠ থেকে বের হবে একটি বিজয় র্যালি। তারপর অনুষ্ঠিত হবে সভা। কুড়িগ্রাম : এ দিন দামাল ছেলেরা সশস্ত্র মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে পাক সেনাদের পরাজিত করে কুড়িগ্রামকে হানাদার মুক্ত করেন। স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত বিজয় না হলেও এ দিন স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করা হয় কুড়িগ্রামে। দিনাজপুর : বোচাগঞ্জ, বীরগঞ্জ ও বিরামপুর উপজেলা মুক্ত দিবস আজ। ১৯৭১ সালের এ দিনে বীর মুক্তিযোদ্ধারা হানাদার বাহিনীকে পরাজিত করে শত্রুমুক্ত করেন বোচাগঞ্জকে। একই দিনে হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করে বীরগঞ্জ এলাকা শত্রুমুক্ত হয়। এ ছাড়া ৭১’-এর ৬ ডিসেম্বর বিরামপুর স্বাধীন করার লক্ষ্যে বিরামপুর মুক্তিযোদ্ধা কমান্ডার লুৎফর রহমান শাহ্রে নেতৃত্বে মুক্তিযোদ্ধারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। ফেনী : ৫২ বছর আগে এই হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়েছিল ফেনী। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে জেলা প্রশাসনের রয়েছে দিনব্যাপী কর্মসূচি।
শিরোনাম
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
আজ হানাদারমুক্ত যেসব এলাকা
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর