আজ (৬ ডিসেম্বর) মেহেরপুর, হবিগঞ্জ, লালমনিরহাট, কুড়িগ্রাম, ফেনী জেলা এবং দিনাজপুরের বোচাগঞ্জ, বীরগঞ্জ ও বিরামপুর উপজেলা হানাদারমুক্ত দিবস। দিবসটি উপলক্ষে এসব এলাকায় আয়োজন করা হয়েছে নানা কর্মসূচি। প্রতিনিধিদের পাঠানো খবর- মেহেরপুর : মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে ৫ ডিসেম্বর রাত থেকেই পাকিস্তানি বাহিনী মেহেরপুর ছেড়ে পালাতে থাকে। ৬ ডিসেম্বর সকালে মিত্র বাহিনী শহরে প্রবেশ করলে অবরুদ্ধ জনতা জয়ের উল্লাসে যোগ দেয়। হবিগঞ্জ : একাত্তরের এই দিনে পাক বাহিনীর সদস্যরা হবিগঞ্জ ত্যাগ করতে বাধ্য হয়। মুক্ত হয় হবিগঞ্জ জেলা। সদর থানা কম্পাউন্ডে বিজয় পতাকা উত্তোলন করা হয়। দিবসটি উপলক্ষে শহরে র্যালি ও আলোচনা সভা হবে। লালমনিরহাট : ১৯৭১ সালের ৬ ডিসেম্বর হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় লালমনিরহাট। দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারিভাবে বিভিন্ন সড়কে তোরণ নির্মাণ করা হয়েছে। জেলা মুক্তিযোদ্ধা সংসদ জাতীয় পতাকা উত্তোলন করবে। জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের নেতৃত্বে লালমনিরহাট হাইস্কুল মাঠ থেকে বের হবে একটি বিজয় র্যালি। তারপর অনুষ্ঠিত হবে সভা। কুড়িগ্রাম : এ দিন দামাল ছেলেরা সশস্ত্র মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে পাক সেনাদের পরাজিত করে কুড়িগ্রামকে হানাদার মুক্ত করেন। স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত বিজয় না হলেও এ দিন স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করা হয় কুড়িগ্রামে। দিনাজপুর : বোচাগঞ্জ, বীরগঞ্জ ও বিরামপুর উপজেলা মুক্ত দিবস আজ। ১৯৭১ সালের এ দিনে বীর মুক্তিযোদ্ধারা হানাদার বাহিনীকে পরাজিত করে শত্রুমুক্ত করেন বোচাগঞ্জকে। একই দিনে হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করে বীরগঞ্জ এলাকা শত্রুমুক্ত হয়। এ ছাড়া ৭১’-এর ৬ ডিসেম্বর বিরামপুর স্বাধীন করার লক্ষ্যে বিরামপুর মুক্তিযোদ্ধা কমান্ডার লুৎফর রহমান শাহ্রে নেতৃত্বে মুক্তিযোদ্ধারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। ফেনী : ৫২ বছর আগে এই হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়েছিল ফেনী। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে জেলা প্রশাসনের রয়েছে দিনব্যাপী কর্মসূচি।
শিরোনাম
- রোম সফর শেষে দেশের পথে প্রধান উপদেষ্টা
- চট্টগ্রামে শিক্ষা ও স্বাস্থ্যখাতে কানাডার সহযোগিতা চাইলেন মেয়র
- চট্টগ্রামে ইয়াবা মামলায় সাজা: পাঁচ বছর কারাদণ্ড
- চট্টগ্রামে প্রকাশ্যে ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত
- সততার সাহস : ভুল স্বীকারের মর্যাদা
- লক্ষ্মীপুরে মাদ্রাসার ছাত্র অপহরণ, পাঁচ দিনেও মেলেনি খোঁজ
- কুয়াকাটায় শৈবাল চাষ নিয়ে কর্মশালা
- ২০০ রানে হেরে আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ বাংলাদেশ
- মালয়েশিয়ায় ভূমিধসে প্রাণ গেল বাংলাদেশি শ্রমিকের
- টাইমের প্রচ্ছদে নিজের চুল ‘গায়েব’ দেখে ক্ষুব্ধ ট্রাম্প
- মিরপুরে অগ্নিকাণ্ড: নিহত ১৬ জনের মরদেহ ঢামেক মর্গে
- হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের প্রয়োজন ২৯৪
- থাইল্যান্ডে মাদকসহ চার ইসরায়েলি সেনা গ্রেফতার
- অগ্নিদুর্ঘটনায় ১৬ জনের মৃত্যুতে তারেক রহমানের শোক
- অক্টোবরের ১৩ দিনে এলো ১২৭ কোটি ডলার রেমিট্যান্স
- মিসরে গাজা শান্তি সম্মেলন: দুই প্রেসিডেন্টের গোপন আলাপ ফাঁস
- মিরপুরে অগ্নিকাণ্ড : আলামত সংগ্রহ করছে সিআইডি
- মেক্সিকোর অর্ধশতাধিক রাজনীতিকের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র
- গাজার সব সীমান্ত খুলে দেওয়ার আহ্বান জাতিসংঘ ও রেড ক্রসের
- ৪৫ ফিলিস্তিনির মরদেহ পাঠাল ইসরায়েল
আজ হানাদারমুক্ত যেসব এলাকা
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর