আজ (৬ ডিসেম্বর) মেহেরপুর, হবিগঞ্জ, লালমনিরহাট, কুড়িগ্রাম, ফেনী জেলা এবং দিনাজপুরের বোচাগঞ্জ, বীরগঞ্জ ও বিরামপুর উপজেলা হানাদারমুক্ত দিবস। দিবসটি উপলক্ষে এসব এলাকায় আয়োজন করা হয়েছে নানা কর্মসূচি। প্রতিনিধিদের পাঠানো খবর- মেহেরপুর : মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে ৫ ডিসেম্বর রাত থেকেই পাকিস্তানি বাহিনী মেহেরপুর ছেড়ে পালাতে থাকে। ৬ ডিসেম্বর সকালে মিত্র বাহিনী শহরে প্রবেশ করলে অবরুদ্ধ জনতা জয়ের উল্লাসে যোগ দেয়। হবিগঞ্জ : একাত্তরের এই দিনে পাক বাহিনীর সদস্যরা হবিগঞ্জ ত্যাগ করতে বাধ্য হয়। মুক্ত হয় হবিগঞ্জ জেলা। সদর থানা কম্পাউন্ডে বিজয় পতাকা উত্তোলন করা হয়। দিবসটি উপলক্ষে শহরে র্যালি ও আলোচনা সভা হবে। লালমনিরহাট : ১৯৭১ সালের ৬ ডিসেম্বর হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় লালমনিরহাট। দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারিভাবে বিভিন্ন সড়কে তোরণ নির্মাণ করা হয়েছে। জেলা মুক্তিযোদ্ধা সংসদ জাতীয় পতাকা উত্তোলন করবে। জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের নেতৃত্বে লালমনিরহাট হাইস্কুল মাঠ থেকে বের হবে একটি বিজয় র্যালি। তারপর অনুষ্ঠিত হবে সভা। কুড়িগ্রাম : এ দিন দামাল ছেলেরা সশস্ত্র মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে পাক সেনাদের পরাজিত করে কুড়িগ্রামকে হানাদার মুক্ত করেন। স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত বিজয় না হলেও এ দিন স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করা হয় কুড়িগ্রামে। দিনাজপুর : বোচাগঞ্জ, বীরগঞ্জ ও বিরামপুর উপজেলা মুক্ত দিবস আজ। ১৯৭১ সালের এ দিনে বীর মুক্তিযোদ্ধারা হানাদার বাহিনীকে পরাজিত করে শত্রুমুক্ত করেন বোচাগঞ্জকে। একই দিনে হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করে বীরগঞ্জ এলাকা শত্রুমুক্ত হয়। এ ছাড়া ৭১’-এর ৬ ডিসেম্বর বিরামপুর স্বাধীন করার লক্ষ্যে বিরামপুর মুক্তিযোদ্ধা কমান্ডার লুৎফর রহমান শাহ্রে নেতৃত্বে মুক্তিযোদ্ধারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। ফেনী : ৫২ বছর আগে এই হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়েছিল ফেনী। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে জেলা প্রশাসনের রয়েছে দিনব্যাপী কর্মসূচি।
শিরোনাম
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
- বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে : তারেক রহমান
- গাইবান্ধায় ফিস্টুলা নির্মূলে কাজ করছে ল্যাম্ব
- শাহবাগে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ
- সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়ল
- গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হওয়ার সুযোগ নেই : আমীর খসরু
- চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু
- নিউক্যাসল বাংলাদেশ কমিউনিটির ১০ বছর পূর্তি উদযাপন
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে আগ্রহী কানাডা
- শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশ আনন্দদায়ক হতে হবে : গণশিক্ষা উপদেষ্টা
- রাজনীতিতে সহনশীলতা না থাকায় সমাজে অসহিষ্ণুতা বাড়ছে : রিজভী
- শেরপুরের চরাঞ্চলে ব্রিজের অভাবে চরম ভোগান্তি
- মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আওয়াজ তুলতে হবে: এ্যানি
- রাতে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
আজ হানাদারমুক্ত যেসব এলাকা
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর