আজ (৬ ডিসেম্বর) মেহেরপুর, হবিগঞ্জ, লালমনিরহাট, কুড়িগ্রাম, ফেনী জেলা এবং দিনাজপুরের বোচাগঞ্জ, বীরগঞ্জ ও বিরামপুর উপজেলা হানাদারমুক্ত দিবস। দিবসটি উপলক্ষে এসব এলাকায় আয়োজন করা হয়েছে নানা কর্মসূচি। প্রতিনিধিদের পাঠানো খবর- মেহেরপুর : মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে ৫ ডিসেম্বর রাত থেকেই পাকিস্তানি বাহিনী মেহেরপুর ছেড়ে পালাতে থাকে। ৬ ডিসেম্বর সকালে মিত্র বাহিনী শহরে প্রবেশ করলে অবরুদ্ধ জনতা জয়ের উল্লাসে যোগ দেয়। হবিগঞ্জ : একাত্তরের এই দিনে পাক বাহিনীর সদস্যরা হবিগঞ্জ ত্যাগ করতে বাধ্য হয়। মুক্ত হয় হবিগঞ্জ জেলা। সদর থানা কম্পাউন্ডে বিজয় পতাকা উত্তোলন করা হয়। দিবসটি উপলক্ষে শহরে র্যালি ও আলোচনা সভা হবে। লালমনিরহাট : ১৯৭১ সালের ৬ ডিসেম্বর হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় লালমনিরহাট। দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারিভাবে বিভিন্ন সড়কে তোরণ নির্মাণ করা হয়েছে। জেলা মুক্তিযোদ্ধা সংসদ জাতীয় পতাকা উত্তোলন করবে। জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের নেতৃত্বে লালমনিরহাট হাইস্কুল মাঠ থেকে বের হবে একটি বিজয় র্যালি। তারপর অনুষ্ঠিত হবে সভা। কুড়িগ্রাম : এ দিন দামাল ছেলেরা সশস্ত্র মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে পাক সেনাদের পরাজিত করে কুড়িগ্রামকে হানাদার মুক্ত করেন। স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত বিজয় না হলেও এ দিন স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করা হয় কুড়িগ্রামে। দিনাজপুর : বোচাগঞ্জ, বীরগঞ্জ ও বিরামপুর উপজেলা মুক্ত দিবস আজ। ১৯৭১ সালের এ দিনে বীর মুক্তিযোদ্ধারা হানাদার বাহিনীকে পরাজিত করে শত্রুমুক্ত করেন বোচাগঞ্জকে। একই দিনে হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করে বীরগঞ্জ এলাকা শত্রুমুক্ত হয়। এ ছাড়া ৭১’-এর ৬ ডিসেম্বর বিরামপুর স্বাধীন করার লক্ষ্যে বিরামপুর মুক্তিযোদ্ধা কমান্ডার লুৎফর রহমান শাহ্রে নেতৃত্বে মুক্তিযোদ্ধারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। ফেনী : ৫২ বছর আগে এই হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়েছিল ফেনী। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে জেলা প্রশাসনের রয়েছে দিনব্যাপী কর্মসূচি।
শিরোনাম
- হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাংকার আটক করেছে ইরান
- আরও এক বিচারপতির পদত্যাগ, বিচারবিভাগীয় ‘সঙ্কটের’ পথে পাকিস্তান!
- প্রবাসীরা প্রথমবারের মতো যে পদ্ধতিতে ভোট দেবেন
- সোভিয়েত যুগের মতো রাশিয়া আবারও বিশ্বে প্রভাববলয় গড়ে তুলছে
- সুষ্ঠু নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- অনিশ্চয়তার ছায়ায় টালমাটাল অর্থনীতি
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
- স্বর্ণের দাম কমেছে
- সেই নবজাতক পরিবারের পাশে পুলিশ
- নাতবউকে ধর্ষণের অভিযোগে জুতাপেটা, পুলিশে সোপর্দ
- ভাড়া নিয়ে শ্রমিক ও শিক্ষার্থীদের সংঘর্ষ, দুই শতাধিক বাস ভাঙচুর
- সিংড়ায় শীতের আগমনে লেপ–তোষকের দোকানে ভিড়
- মিরপুরে বিআরটিএ এলাকায় ককটেল বিস্ফোরণ
- ‘আগামী নির্বাচনে নোয়াখালীর ৬টি আসন বিএনপিকে উপহার দেওয়া হবে’
- হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন
- সোনারগাঁয়ে তাঁতী দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
- ‘নিরাপত্তার স্বার্থে’ জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ
- ‘ধানের শীষে ভোট দিয়ে দেশকে রক্ষা করুন’