আজ (৬ ডিসেম্বর) মেহেরপুর, হবিগঞ্জ, লালমনিরহাট, কুড়িগ্রাম, ফেনী জেলা এবং দিনাজপুরের বোচাগঞ্জ, বীরগঞ্জ ও বিরামপুর উপজেলা হানাদারমুক্ত দিবস। দিবসটি উপলক্ষে এসব এলাকায় আয়োজন করা হয়েছে নানা কর্মসূচি। প্রতিনিধিদের পাঠানো খবর- মেহেরপুর : মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে ৫ ডিসেম্বর রাত থেকেই পাকিস্তানি বাহিনী মেহেরপুর ছেড়ে পালাতে থাকে। ৬ ডিসেম্বর সকালে মিত্র বাহিনী শহরে প্রবেশ করলে অবরুদ্ধ জনতা জয়ের উল্লাসে যোগ দেয়। হবিগঞ্জ : একাত্তরের এই দিনে পাক বাহিনীর সদস্যরা হবিগঞ্জ ত্যাগ করতে বাধ্য হয়। মুক্ত হয় হবিগঞ্জ জেলা। সদর থানা কম্পাউন্ডে বিজয় পতাকা উত্তোলন করা হয়। দিবসটি উপলক্ষে শহরে র্যালি ও আলোচনা সভা হবে। লালমনিরহাট : ১৯৭১ সালের ৬ ডিসেম্বর হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় লালমনিরহাট। দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারিভাবে বিভিন্ন সড়কে তোরণ নির্মাণ করা হয়েছে। জেলা মুক্তিযোদ্ধা সংসদ জাতীয় পতাকা উত্তোলন করবে। জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের নেতৃত্বে লালমনিরহাট হাইস্কুল মাঠ থেকে বের হবে একটি বিজয় র্যালি। তারপর অনুষ্ঠিত হবে সভা। কুড়িগ্রাম : এ দিন দামাল ছেলেরা সশস্ত্র মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে পাক সেনাদের পরাজিত করে কুড়িগ্রামকে হানাদার মুক্ত করেন। স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত বিজয় না হলেও এ দিন স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করা হয় কুড়িগ্রামে। দিনাজপুর : বোচাগঞ্জ, বীরগঞ্জ ও বিরামপুর উপজেলা মুক্ত দিবস আজ। ১৯৭১ সালের এ দিনে বীর মুক্তিযোদ্ধারা হানাদার বাহিনীকে পরাজিত করে শত্রুমুক্ত করেন বোচাগঞ্জকে। একই দিনে হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করে বীরগঞ্জ এলাকা শত্রুমুক্ত হয়। এ ছাড়া ৭১’-এর ৬ ডিসেম্বর বিরামপুর স্বাধীন করার লক্ষ্যে বিরামপুর মুক্তিযোদ্ধা কমান্ডার লুৎফর রহমান শাহ্রে নেতৃত্বে মুক্তিযোদ্ধারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। ফেনী : ৫২ বছর আগে এই হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়েছিল ফেনী। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে জেলা প্রশাসনের রয়েছে দিনব্যাপী কর্মসূচি।
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে