নওগাঁ-৪ (মান্দা) আসনের এমপি ইমাজ উদ্দীন প্রামাণিক দলের মনোনয়ন না পেয়ে এবার স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি ভোট পেয়েছেন ১১ হাজার ১৯০টি। নির্বাচনের বিধি অনুযায়ী জামানত হারিয়েছেন। ইমাজ উদ্দীন প্রামাণিকের মতো দল থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বিতা করে নৌকার প্রার্থীর কাছে বড় ব্যবধানে হেরেছেন নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী) আসনের এমপি ছলিম উদ্দিন তরফদার। আর নৌকা নিয়ে নির্বাচন করেও স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরেছেন নওগাঁ-৬ (রাণীনগর ও আত্রাই) আসনের এমপি আনোয়ার হোসেন হেলাল। স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মী ও সাধারণ ভোটাররা বলছেন, অনিয়ম-দুর্নীতি ও জনবিচ্ছিন্ন থাকায় ওই তিন এমপি নির্বাচনে হেরেছেন। নওগাঁ-৪ আসনে এ ধরনের ফলকে সাতবারের নির্বাচিত সংসদ সদস্য ইমাজ উদ্দীনের ভরাডুবি হিসেবে দেখছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মী ও সাধারণ ভোটাররা। ইমাজ উদ্দীন পরাজিত হওয়ায় তারা কেউই বিস্মিত নন। বরং অনেকে জোর দিয়ে বলেছেন, কাক্সিক্ষত রায় পেয়েছে ভোটাররা। মান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মন্ডল বলেন, ইমাজ উদ্দীন প্রামাণিক ১৯৭০ সালে প্রাদেশিক পরিষদের নির্বাচনে জয়ী হয়েছিলেন। তাঁর বয়স ৮০-এর ওপরে। বয়স ও অসুস্থতার কারণে পাঁচ বছর ধরে এলাকার জনগণকে তেমন সময় দিতে পারেননি। বেশির ভাগ সময় ঢাকায় অবস্থান করার কারণে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গেও একটা দূরত্ব তৈরি হয়েছিল। নির্বাচনে তারই প্রভাব পড়েছে। নওগাঁ-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী সৌরেন্দ্রনাথের পক্ষে ছিলেন মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আরিফুর রহমান। তিনি বলেন, এমপি ছলিম উদ্দিন তরফদার, তাঁর ছেলে সাকলাইন আহমেদ তরফদার রকি, ভাগনে সাঈদ হাসান তরফদার শাকিলের বিরুদ্ধে অনেক অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে। ছলিম উদ্দিন ও তাঁর স্বজনদের অনিয়ম-দুর্নীতির খবর এলাকার প্রায় সবাই জানে। এটা তাঁর হারের প্রধান কারণ। নওগাঁ-৬ আসনে আওয়ামী লীগ প্রার্থী এমপি আনোয়ার হোসেন হেলাল স্বতন্ত্র প্রার্থী ওমর ফারুকের কাছে ৬ হাজার ৭৫৬ ভোটের ব্যবধানে হেরে গেছেন। সাবেক সংসদ সদস্য ইসরাফিল আলমের মৃত্যুতে নওগাঁ-৬ আসন শূন্য হলে ২০২০ সালে উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে জয়ী হন আনোয়ার হোসেন হেলাল। আত্রাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল বলেন, আনোয়ার হোসেন হেলাল মাত্র তিন বছর সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ তিন বছরেই তাঁর বিরুদ্ধে অনেক অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। এ সময়ের মধ্যে তাঁর ছেলেমেয়েরা শূন্য থেকে কোটিপতি বনে গেছেন। অনিয়ম-দুর্নীতির কারণেই মানুষ তাঁকে আর বেছে নেয়নি।
শিরোনাম
- প্রযুক্তি খাতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের যুগান্তকারী চুক্তি
- বিদেশি ঋণ ছাড়ালো ১১২ বিলিয়ন ডলার
- ড্রোন পরীক্ষা তদারকিতে এআই তৈরির নির্দেশ কিম জং উনের
- ট্রাম্পকে বহনকারী হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ
- রাশফোর্ডের জোড়া গোলে উড়ন্ত শুরু বার্সেলোনার
- ৪৭তম বিসিএস প্রিলিমিনারি আজ
- পশ্চিম তীর-জর্ডান সীমান্তে বন্দুকধারীর হামলায় ২ ইসরায়েলি নিহত
- গাজায় নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো, এ নিয়ে ৬ বার
- রাশিয়ায় ৭.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
- রাশিয়া থেকে এক হাজার ইউক্রেনীয় সেনার মরদেহ ফেরত পেল ইউক্রেন
- বিসিএস পরীক্ষার্থীদের জন্য জবির বিশেষ পরিবহন সেবা
- ঢাকার ইন্দিরা রোড থেকে গাজীপুরের আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ২৯ জন
- জয়ের পরই বাবার মৃত্যুর খবর পেলেন লঙ্কান ক্রিকেটার
- বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
তিন কারণে হার তিন এমপির
নওগাঁ
নওগাঁ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও স্ত্রীর বিরুদ্ধের ‘রেড নোটিশ’ জারির আবেদন
১৮ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

দুই মাসের মধ্যে ট্রাম্পের ২৫ শতাংশ জরিমানা শুল্ক থেকে মুক্তির আশা ভারতের
১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম