পঞ্চগড় ডায়াবেটিক সমিতি ও জেনারেল হাসপাতাল কর্মকর্তা-কর্মচারীদের অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও পরিচালনা কমিটির উদাসীনতায় বন্ধ হতে চলেছে। বিশাল অবকাঠামো ও আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি থাকা সত্ত্বেও একই কারণে উদ্বোধনের এক বছরের মধ্যে জেনারেল হাসপাতালের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। আট মাস বেতন পাচ্ছেন না কর্মচারী-কর্মকর্তারা। সমিতির সদস্য ও স্থানীয় সচেতন মহল বলছেন, কর্মকর্তা-কর্মচারীদের সিন্ডিকেটের হাতে জিম্মি হয়ে পড়েছে নির্বাহী কমিটি। তাদের উদাসীনতা ও স্বজনপ্রীতির কারণে এ অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এ অবস্থা চলতে থাকলে বন্ধ হয়ে যাবে জেলার এ গুরুত্বপূর্ণ চিকিৎসা কেন্দ্রটি। একই সঙ্গে এ হাসপাতালে নিবন্ধিত ১৩ হাজার ডায়াবেটিক রোগীসহ হাজার হাজার অসুস্থ মানুষ চিকিৎসাবঞ্চিত হবেন। জানা গেছে, হাসপাতালটি পরিচালনার জন্য সরকারি উদ্যোগে অফিস এবং চিকিৎসাসেবা প্রদানের জন্য ডাক্তার-নার্সদের কক্ষ, রোগীদের জন্য উন্নত মানের বিছানা প্রদান করা হয়। ২০১৯ সাল পর্যন্ত জেলা প্রশাসককে সভাপতি করে ৩৫ সদস্যের একটি নির্বাহী কমিটি দ্বারা এ হাসপাতাল পরিচালিত হতো। ২০২০ সালে জেলা প্রশাসককে বাদ দিয়ে কমিটির সভাপতি হন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান। তবে এ কমিটি অনুমোদন দেয়নি সমাজসেবা অধিদফতর। ২০১৮-১৯ সালে সরকারি অনুদানে ৭ কোটি টাকা মূল্যের আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি কেনা হয়। ব্যবহারের অভাবে অধিকাংশ যন্ত্রপাতি নষ্ট হতে চলেছে। প্রতিষ্ঠানের ম্যানেজার রাকিবুজ্জামান সোহেল বলেন, এখানে কোনো চেইন অব কমান্ড নেই। হাসপাতালের কেনাকাটা ও হিসাব-নিকাশেও অসচ্ছতার অভিযোগ উঠেছে। ওষুধ বিক্রয় কেন্দ্রসহ অন্যান্য খাত থেকে আসা লভ্যাংশ ডায়াবেটিক সমিতির হিসাবে জমা হয় না। নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ টি এম সারোয়ার হোসেন বলেন, অনেক অনিয়ম আছে। এ প্রতিষ্ঠানের আজীবন সদস্য আনোয়ারুল ইসলাম খায়ের বলেন, একটা সিন্ডিকেটের হাতেই যেন সবকিছু। কোনো জবাবদিহিতা নেই। যাদের বিরুদ্ধে নানা অভিযোগ সেই হেলথ এডুকেটর রাহাত পারভেজ ও একাউন্টেন্ট সোহেল রানা তালুকদার বলছেন, সব অভিযোগ মিথ্যা। সাধারণ সম্পাদক মখলেছুর রহমান মিন্টু বলেন, এ হাসপাতালে কোনো দুর্নীতি নেই।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ