পঞ্চগড় ডায়াবেটিক সমিতি ও জেনারেল হাসপাতাল কর্মকর্তা-কর্মচারীদের অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও পরিচালনা কমিটির উদাসীনতায় বন্ধ হতে চলেছে। বিশাল অবকাঠামো ও আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি থাকা সত্ত্বেও একই কারণে উদ্বোধনের এক বছরের মধ্যে জেনারেল হাসপাতালের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। আট মাস বেতন পাচ্ছেন না কর্মচারী-কর্মকর্তারা। সমিতির সদস্য ও স্থানীয় সচেতন মহল বলছেন, কর্মকর্তা-কর্মচারীদের সিন্ডিকেটের হাতে জিম্মি হয়ে পড়েছে নির্বাহী কমিটি। তাদের উদাসীনতা ও স্বজনপ্রীতির কারণে এ অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এ অবস্থা চলতে থাকলে বন্ধ হয়ে যাবে জেলার এ গুরুত্বপূর্ণ চিকিৎসা কেন্দ্রটি। একই সঙ্গে এ হাসপাতালে নিবন্ধিত ১৩ হাজার ডায়াবেটিক রোগীসহ হাজার হাজার অসুস্থ মানুষ চিকিৎসাবঞ্চিত হবেন। জানা গেছে, হাসপাতালটি পরিচালনার জন্য সরকারি উদ্যোগে অফিস এবং চিকিৎসাসেবা প্রদানের জন্য ডাক্তার-নার্সদের কক্ষ, রোগীদের জন্য উন্নত মানের বিছানা প্রদান করা হয়। ২০১৯ সাল পর্যন্ত জেলা প্রশাসককে সভাপতি করে ৩৫ সদস্যের একটি নির্বাহী কমিটি দ্বারা এ হাসপাতাল পরিচালিত হতো। ২০২০ সালে জেলা প্রশাসককে বাদ দিয়ে কমিটির সভাপতি হন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান। তবে এ কমিটি অনুমোদন দেয়নি সমাজসেবা অধিদফতর। ২০১৮-১৯ সালে সরকারি অনুদানে ৭ কোটি টাকা মূল্যের আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি কেনা হয়। ব্যবহারের অভাবে অধিকাংশ যন্ত্রপাতি নষ্ট হতে চলেছে। প্রতিষ্ঠানের ম্যানেজার রাকিবুজ্জামান সোহেল বলেন, এখানে কোনো চেইন অব কমান্ড নেই। হাসপাতালের কেনাকাটা ও হিসাব-নিকাশেও অসচ্ছতার অভিযোগ উঠেছে। ওষুধ বিক্রয় কেন্দ্রসহ অন্যান্য খাত থেকে আসা লভ্যাংশ ডায়াবেটিক সমিতির হিসাবে জমা হয় না। নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ টি এম সারোয়ার হোসেন বলেন, অনেক অনিয়ম আছে। এ প্রতিষ্ঠানের আজীবন সদস্য আনোয়ারুল ইসলাম খায়ের বলেন, একটা সিন্ডিকেটের হাতেই যেন সবকিছু। কোনো জবাবদিহিতা নেই। যাদের বিরুদ্ধে নানা অভিযোগ সেই হেলথ এডুকেটর রাহাত পারভেজ ও একাউন্টেন্ট সোহেল রানা তালুকদার বলছেন, সব অভিযোগ মিথ্যা। সাধারণ সম্পাদক মখলেছুর রহমান মিন্টু বলেন, এ হাসপাতালে কোনো দুর্নীতি নেই।
শিরোনাম
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- যুক্তরাষ্ট্রের ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ হিসেবে সৌদিকে শ্রেণিকরণের তাৎপর্য কী?
বন্ধের পথে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি
সেবাবঞ্চিত হবেন ১৩ হাজার রোগী
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর