পঞ্চগড় ডায়াবেটিক সমিতি ও জেনারেল হাসপাতাল কর্মকর্তা-কর্মচারীদের অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও পরিচালনা কমিটির উদাসীনতায় বন্ধ হতে চলেছে। বিশাল অবকাঠামো ও আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি থাকা সত্ত্বেও একই কারণে উদ্বোধনের এক বছরের মধ্যে জেনারেল হাসপাতালের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। আট মাস বেতন পাচ্ছেন না কর্মচারী-কর্মকর্তারা। সমিতির সদস্য ও স্থানীয় সচেতন মহল বলছেন, কর্মকর্তা-কর্মচারীদের সিন্ডিকেটের হাতে জিম্মি হয়ে পড়েছে নির্বাহী কমিটি। তাদের উদাসীনতা ও স্বজনপ্রীতির কারণে এ অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এ অবস্থা চলতে থাকলে বন্ধ হয়ে যাবে জেলার এ গুরুত্বপূর্ণ চিকিৎসা কেন্দ্রটি। একই সঙ্গে এ হাসপাতালে নিবন্ধিত ১৩ হাজার ডায়াবেটিক রোগীসহ হাজার হাজার অসুস্থ মানুষ চিকিৎসাবঞ্চিত হবেন। জানা গেছে, হাসপাতালটি পরিচালনার জন্য সরকারি উদ্যোগে অফিস এবং চিকিৎসাসেবা প্রদানের জন্য ডাক্তার-নার্সদের কক্ষ, রোগীদের জন্য উন্নত মানের বিছানা প্রদান করা হয়। ২০১৯ সাল পর্যন্ত জেলা প্রশাসককে সভাপতি করে ৩৫ সদস্যের একটি নির্বাহী কমিটি দ্বারা এ হাসপাতাল পরিচালিত হতো। ২০২০ সালে জেলা প্রশাসককে বাদ দিয়ে কমিটির সভাপতি হন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান। তবে এ কমিটি অনুমোদন দেয়নি সমাজসেবা অধিদফতর। ২০১৮-১৯ সালে সরকারি অনুদানে ৭ কোটি টাকা মূল্যের আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি কেনা হয়। ব্যবহারের অভাবে অধিকাংশ যন্ত্রপাতি নষ্ট হতে চলেছে। প্রতিষ্ঠানের ম্যানেজার রাকিবুজ্জামান সোহেল বলেন, এখানে কোনো চেইন অব কমান্ড নেই। হাসপাতালের কেনাকাটা ও হিসাব-নিকাশেও অসচ্ছতার অভিযোগ উঠেছে। ওষুধ বিক্রয় কেন্দ্রসহ অন্যান্য খাত থেকে আসা লভ্যাংশ ডায়াবেটিক সমিতির হিসাবে জমা হয় না। নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ টি এম সারোয়ার হোসেন বলেন, অনেক অনিয়ম আছে। এ প্রতিষ্ঠানের আজীবন সদস্য আনোয়ারুল ইসলাম খায়ের বলেন, একটা সিন্ডিকেটের হাতেই যেন সবকিছু। কোনো জবাবদিহিতা নেই। যাদের বিরুদ্ধে নানা অভিযোগ সেই হেলথ এডুকেটর রাহাত পারভেজ ও একাউন্টেন্ট সোহেল রানা তালুকদার বলছেন, সব অভিযোগ মিথ্যা। সাধারণ সম্পাদক মখলেছুর রহমান মিন্টু বলেন, এ হাসপাতালে কোনো দুর্নীতি নেই।
শিরোনাম
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা