পঞ্চগড় ডায়াবেটিক সমিতি ও জেনারেল হাসপাতাল কর্মকর্তা-কর্মচারীদের অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও পরিচালনা কমিটির উদাসীনতায় বন্ধ হতে চলেছে। বিশাল অবকাঠামো ও আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি থাকা সত্ত্বেও একই কারণে উদ্বোধনের এক বছরের মধ্যে জেনারেল হাসপাতালের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। আট মাস বেতন পাচ্ছেন না কর্মচারী-কর্মকর্তারা। সমিতির সদস্য ও স্থানীয় সচেতন মহল বলছেন, কর্মকর্তা-কর্মচারীদের সিন্ডিকেটের হাতে জিম্মি হয়ে পড়েছে নির্বাহী কমিটি। তাদের উদাসীনতা ও স্বজনপ্রীতির কারণে এ অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এ অবস্থা চলতে থাকলে বন্ধ হয়ে যাবে জেলার এ গুরুত্বপূর্ণ চিকিৎসা কেন্দ্রটি। একই সঙ্গে এ হাসপাতালে নিবন্ধিত ১৩ হাজার ডায়াবেটিক রোগীসহ হাজার হাজার অসুস্থ মানুষ চিকিৎসাবঞ্চিত হবেন। জানা গেছে, হাসপাতালটি পরিচালনার জন্য সরকারি উদ্যোগে অফিস এবং চিকিৎসাসেবা প্রদানের জন্য ডাক্তার-নার্সদের কক্ষ, রোগীদের জন্য উন্নত মানের বিছানা প্রদান করা হয়। ২০১৯ সাল পর্যন্ত জেলা প্রশাসককে সভাপতি করে ৩৫ সদস্যের একটি নির্বাহী কমিটি দ্বারা এ হাসপাতাল পরিচালিত হতো। ২০২০ সালে জেলা প্রশাসককে বাদ দিয়ে কমিটির সভাপতি হন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান। তবে এ কমিটি অনুমোদন দেয়নি সমাজসেবা অধিদফতর। ২০১৮-১৯ সালে সরকারি অনুদানে ৭ কোটি টাকা মূল্যের আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি কেনা হয়। ব্যবহারের অভাবে অধিকাংশ যন্ত্রপাতি নষ্ট হতে চলেছে। প্রতিষ্ঠানের ম্যানেজার রাকিবুজ্জামান সোহেল বলেন, এখানে কোনো চেইন অব কমান্ড নেই। হাসপাতালের কেনাকাটা ও হিসাব-নিকাশেও অসচ্ছতার অভিযোগ উঠেছে। ওষুধ বিক্রয় কেন্দ্রসহ অন্যান্য খাত থেকে আসা লভ্যাংশ ডায়াবেটিক সমিতির হিসাবে জমা হয় না। নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ টি এম সারোয়ার হোসেন বলেন, অনেক অনিয়ম আছে। এ প্রতিষ্ঠানের আজীবন সদস্য আনোয়ারুল ইসলাম খায়ের বলেন, একটা সিন্ডিকেটের হাতেই যেন সবকিছু। কোনো জবাবদিহিতা নেই। যাদের বিরুদ্ধে নানা অভিযোগ সেই হেলথ এডুকেটর রাহাত পারভেজ ও একাউন্টেন্ট সোহেল রানা তালুকদার বলছেন, সব অভিযোগ মিথ্যা। সাধারণ সম্পাদক মখলেছুর রহমান মিন্টু বলেন, এ হাসপাতালে কোনো দুর্নীতি নেই।
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে