জুন মাসের প্রথম সপ্তাহ থেকে দেশের মানুষ চাঁপাইনবাবগঞ্জের সুমিষ্ট আমের স্বাদ নিতে পারবেন। জেলা কৃষক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম মানিক জানান, চলতি মাসের শেষের দিকে গুটি আম এবং জুন মাসের প্রথমদিকে গোপালভোগ ও ক্ষিরসাপাতসহ বিভিন্ন আম পর্যায়ক্রমে বাজারে আসার সম্ভাবনা রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে ম্যাংঙ্গো স্পেশাল ট্রেন ১০ জুন থেকে চালু করা হতে পারে বলে জানিয়েছেন রেলওয়ে কর্মকর্তা সুজিত কুমার বিশ্বাস।