চাঁদপুরে অনলাইনে ইলিশ বিক্রির নামে চলছে প্রতারণা। একদিকে প্রতারণার শিকার হচ্ছে ক্রেতা, অন্যদিকে প্রকৃত ব্যবসায়ীরাও হচ্ছে বদনামের ভাগিদার। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা মৎস্য সমিতির নেতারা এবং ভোক্তা সংরক্ষণ অধিদফতর। জানা যায়, জেলা মৎস্য বণিক সমিতির সদস্যদের মধ্যে ৪৫ জন অনলাইন মাছ ব্যবসায়ী রয়েছেন। এ ছাড়া অনলাইন ব্যবসাপ্রতিষ্ঠান-চাঁদপুর অনলাইন হিলশা বাজার, হিলশা বাড়ী, অনলাইন হিলশা বাজার, ইলিশ ফিশ, হিলশা ফিশ ডট কম, ইলিশ ফিশ সেল ও বাংলাদেশি হিলশা ফিশ উল্লেখযোগ্য। ব্যবসায়ী মোস্তাফা মাল ও শামীম জমাদার জানান, চাঁদপুরে পদ্মা ও মেঘনায় মার্চ-এপ্রিল দুই মাস জাটকা সংরক্ষণ অভিযান শেষে ১ মে থেকে ইলিশ ধরা শুরু হয়েছে। মৌসুম না হওয়ায় জালে ধরা পড়ছে না কাক্সিক্ষত ইলিশ। স্থানীয় নদীতে যে পরিমাণ ইলিশ ধরা পড়ছে তার দাম অনেক বেশি। চাঁদপুরের মৎস্য অবতরণ কেন্দ্র ঘুরে দেখা যায়, কিছু অনলাইন ইলিশ ব্যবসায়ী নামে বেনামে পেজ ব্যবহার করে পদ্মা-মেঘনার টাটকা ইলিশ পাওয়া যায়, নিচের নম্বরে যোগাযোগ করুন এমন লোভনীয় অফার দিচ্ছে। তা দেখে অনলাইনে অর্ডার করেন দূর-দূরান্তের অনেক ক্রেতা। এদের কারও কারও ভাগ্যে মিলছে পচা, ছোট ও অন্য জেলার ইলিশ। আবার অনেকে বিকাশে টাকা পেমেন্ট করে হাহুতাশ করছেন। প্রতারক চক্র টাকা পেয়ে অনলাইন পেজ, মোবাইল নম্বর ও বিকাশ নম্বর বন্ধ করে দিচ্ছে। চাঁদপুর মৎস্য বণিক সমিতির সভাপতি আবদুল বারী মানিক বলেন, অনলাইনে বৈধ ব্যবসায়ীদের তালিকা করা হয়েছে। তালিকা সমিতির অনলাইন পেজে আপলোড করা হয়েছে। এই পেজে যারা থাকবে তারাই বৈধ অনলাইন ব্যবসায়ী। প্রতারণা রোধে চাঁদপুর মৎস্য বণিক সমিতির নামে অনলাইন পেজের তালিকাভুক্ত সদস্যদের সঙ্গে কেনাকাটা করার অনুরোধ জানিয়েছেন এই ব্যবসায়ী নেতা। চাঁদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক নূর হোসেন জানান, চাঁদপুরের ইলিশ পুরো দেশে বিক্রি হয়। কিছু লোক অনলাইন পেজ খুলে ভুয়া ঠিকানা ব্যবহার করে প্রতারণা করছে। শিগগিরই অসাধু অনলাইন ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান এই কর্মকর্তা।
শিরোনাম
- পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ
- জুভেন্টাসের বিপক্ষে ৭৩ বছরের প্রতীক্ষিত জয় কোমোর
- বান্দরবানে বিজিবির অভিযানে শীর্ষ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- ধারাবাহিক আগুনের ঘটনা তদন্তে ৭ সদস্যের কোর কমিটি
- ভোটের মাধ্যমে যে আইন হয়, তার দায় ভোটারদেরও নিতে হবে: ফয়জুল করীম
- কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে সংঘর্ষ, আগ্নেয়াস্ত্র প্রদর্শন
- কুমারখালীতে পদ্মায় নিখোঁজ শিশু আরিয়ান, উদ্ধারে ডুবুরি দল
- খাবারের সন্ধানে এসে প্রাণ হারাচ্ছে অতিথি পাখি
- স্টার্কের ১৭৬.৫ কিমি গতির ডেলিভারি: বিশ্বরেকর্ড না কি প্রযুক্তিগত ত্রুটি?
- পিচ নিয়ে মুশফিকের রহস্যময় পোস্ট
- সাড়ে ২৬ ঘণ্টা পর পুরোপুরি নিভল কার্গো ভিলেজের আগুন
- জমি নিয়ে বিরোধে বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
- বিশ্বখ্যাত ল্যুভর জাদুঘরে চুরি
- জাপানের সম্মানজনক এনইএফ বৃত্তি পেল গাকৃবির ২০ শিক্ষার্থী
- নাতীর বিরুদ্ধে নানীকে খুনের অভিযোগ
- বরুড়ায় মুন্সী জিন্নাত আলী ওয়েলফেয়ার ট্রাস্টের অভিষেক অনুষ্ঠিত
- আন্দোলনরত শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষা উপদেষ্টার
- নারীদের বিশেষায়িত ব্যাংক আরব আমিরাতের কাছে বিক্রি করল পাকিস্তান
- সাতকানিয়ায় নিখোঁজ বৃদ্ধের গলিত লাশ উদ্ধার
- সাবেক এমপি কবিরুল হকের জামিন নামঞ্জুর