নওগাঁর মান্দায় তিন ফসলি জমিতে অবৈধভাবে ইটভাটা নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার তালপাতিলা শিবনগরে অনুমোদন ছাড়াই এ ভাটা নির্মাণ করছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল খালেক। সংশ্লিষ্ট প্রসাশন এ ব্যাপারে পদক্ষেপ না নেওয়ায় জনমনে নানা প্রশ্ন। জানা যায়, তালপাতিলা শিবনগরের একটি মাঠে ‘এসইপি ব্রিকস’ নামের ভাটার নির্মাণ কাজ চলছে। এর চারপাশে ফসলি জমি। এ ছাড়া আধা কিলোমিটার দূরেই বসতি। ভাটাটি চালু হলে পরিবেশ দূষণের পাশাপাশি আশপাশের জমির ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতি হবে আশঙ্কা করা হচ্ছে। তালপাতিলা গ্রামের কৃষক সলোমান হোসেন বলেন, যেখানে ভাটা হচ্ছে তার অদূরেই আমার চার বিঘা জমি আছে। মাঝে মধ্যে টিভি-পত্রিকার খবরে দেখি ইটভাটার বিষাক্ত গ্যাসে ফসল নষ্ট হয়ে গেছে। এখানেও একই ধরনের ক্ষতি হতে পারে। ভাটা নির্মাণ শুরুর পর থেকে এ মাঠে যাদের জমি আছে, তারা খুব চিন্তিত। উপজেলার চকউলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইয়াকুব আলী বলেন, একটি জমিতে চাইলেই যা খুশি করা যায় না। ফসলি জমিতে ইটভাটা নির্মাণে নিষেধাজ্ঞা আছে। তার পরও তিন ফসলি জমিতে কীভাবে ইটভাটা হচ্ছে আমার বোধগম্য নয়। ইটভাটার মালিক আবদুল খালেক বলেন, কাঁশোপাড়ায় আমার একটি ভাটা ছিল। সেই ইটভাটাটি তালপাতিলা শিবনগরে স্থানান্তর করা হচ্ছে। প্রশাসন ও পরিবেশ অধিদফতরের অনুমতি নিয়েই চালু করা হবে। নওগাঁ পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মলিন মিয়া জানান, তিন ফসলি জমিতে ইটভাটা নির্মাণের কোনো সুযোগ নেই। মান্দার ইউএনও লায়লা আঞ্জুমান বানু জানান, ফসলি জমিতে ইটভাটা নির্মাণের বিষয়টি জেনেছি। খুব শিগগিরই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা