নওগাঁর মান্দায় তিন ফসলি জমিতে অবৈধভাবে ইটভাটা নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার তালপাতিলা শিবনগরে অনুমোদন ছাড়াই এ ভাটা নির্মাণ করছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল খালেক। সংশ্লিষ্ট প্রসাশন এ ব্যাপারে পদক্ষেপ না নেওয়ায় জনমনে নানা প্রশ্ন। জানা যায়, তালপাতিলা শিবনগরের একটি মাঠে ‘এসইপি ব্রিকস’ নামের ভাটার নির্মাণ কাজ চলছে। এর চারপাশে ফসলি জমি। এ ছাড়া আধা কিলোমিটার দূরেই বসতি। ভাটাটি চালু হলে পরিবেশ দূষণের পাশাপাশি আশপাশের জমির ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতি হবে আশঙ্কা করা হচ্ছে। তালপাতিলা গ্রামের কৃষক সলোমান হোসেন বলেন, যেখানে ভাটা হচ্ছে তার অদূরেই আমার চার বিঘা জমি আছে। মাঝে মধ্যে টিভি-পত্রিকার খবরে দেখি ইটভাটার বিষাক্ত গ্যাসে ফসল নষ্ট হয়ে গেছে। এখানেও একই ধরনের ক্ষতি হতে পারে। ভাটা নির্মাণ শুরুর পর থেকে এ মাঠে যাদের জমি আছে, তারা খুব চিন্তিত। উপজেলার চকউলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইয়াকুব আলী বলেন, একটি জমিতে চাইলেই যা খুশি করা যায় না। ফসলি জমিতে ইটভাটা নির্মাণে নিষেধাজ্ঞা আছে। তার পরও তিন ফসলি জমিতে কীভাবে ইটভাটা হচ্ছে আমার বোধগম্য নয়। ইটভাটার মালিক আবদুল খালেক বলেন, কাঁশোপাড়ায় আমার একটি ভাটা ছিল। সেই ইটভাটাটি তালপাতিলা শিবনগরে স্থানান্তর করা হচ্ছে। প্রশাসন ও পরিবেশ অধিদফতরের অনুমতি নিয়েই চালু করা হবে। নওগাঁ পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মলিন মিয়া জানান, তিন ফসলি জমিতে ইটভাটা নির্মাণের কোনো সুযোগ নেই। মান্দার ইউএনও লায়লা আঞ্জুমান বানু জানান, ফসলি জমিতে ইটভাটা নির্মাণের বিষয়টি জেনেছি। খুব শিগগিরই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে