নওগাঁর মান্দায় তিন ফসলি জমিতে অবৈধভাবে ইটভাটা নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার তালপাতিলা শিবনগরে অনুমোদন ছাড়াই এ ভাটা নির্মাণ করছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল খালেক। সংশ্লিষ্ট প্রসাশন এ ব্যাপারে পদক্ষেপ না নেওয়ায় জনমনে নানা প্রশ্ন। জানা যায়, তালপাতিলা শিবনগরের একটি মাঠে ‘এসইপি ব্রিকস’ নামের ভাটার নির্মাণ কাজ চলছে। এর চারপাশে ফসলি জমি। এ ছাড়া আধা কিলোমিটার দূরেই বসতি। ভাটাটি চালু হলে পরিবেশ দূষণের পাশাপাশি আশপাশের জমির ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতি হবে আশঙ্কা করা হচ্ছে। তালপাতিলা গ্রামের কৃষক সলোমান হোসেন বলেন, যেখানে ভাটা হচ্ছে তার অদূরেই আমার চার বিঘা জমি আছে। মাঝে মধ্যে টিভি-পত্রিকার খবরে দেখি ইটভাটার বিষাক্ত গ্যাসে ফসল নষ্ট হয়ে গেছে। এখানেও একই ধরনের ক্ষতি হতে পারে। ভাটা নির্মাণ শুরুর পর থেকে এ মাঠে যাদের জমি আছে, তারা খুব চিন্তিত। উপজেলার চকউলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইয়াকুব আলী বলেন, একটি জমিতে চাইলেই যা খুশি করা যায় না। ফসলি জমিতে ইটভাটা নির্মাণে নিষেধাজ্ঞা আছে। তার পরও তিন ফসলি জমিতে কীভাবে ইটভাটা হচ্ছে আমার বোধগম্য নয়। ইটভাটার মালিক আবদুল খালেক বলেন, কাঁশোপাড়ায় আমার একটি ভাটা ছিল। সেই ইটভাটাটি তালপাতিলা শিবনগরে স্থানান্তর করা হচ্ছে। প্রশাসন ও পরিবেশ অধিদফতরের অনুমতি নিয়েই চালু করা হবে। নওগাঁ পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মলিন মিয়া জানান, তিন ফসলি জমিতে ইটভাটা নির্মাণের কোনো সুযোগ নেই। মান্দার ইউএনও লায়লা আঞ্জুমান বানু জানান, ফসলি জমিতে ইটভাটা নির্মাণের বিষয়টি জেনেছি। খুব শিগগিরই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শিরোনাম
- ন্যূনতম ২০ জন শ্রমিকেই করা যাবে ট্রেড ইউনিয়ন, গেজেট প্রকাশ
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৬৪৯ জন
- চীনে অবস্থানরত নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ জাপানের
- এমবিবিএস ডাক্তারের টেবিলের ড্রয়ারে মিলল ইয়াবা
- সাবেক মেয়র আইভীকে ৫ মামলায় শ্যোন অ্যারেস্ট
- লালমনিরহাটে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ
- খুলনার নতুন জেলা প্রশাসক জামশেদ খোন্দকারের যোগদান
- শিক্ষকের শূন্যপদের চাহিদা চেয়ে এনটিআরসিএর বিজ্ঞপ্তি
- মেক্সিকোতে সামরিক অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
- লালমনিরহাটে সাংবাদিকদের সংগঠন ‘প্রেস ফাইভ’-এর আত্মপ্রকাশ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৯৫ মামলা
- পাচারের অভিযোগ, ভারতীয় নাগরিকদের ভিসামুক্ত প্রবেশ বন্ধ করল ইরান
- ছাত্রশক্তির ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ প্যানেল ঘোষণা, কে কোন পদে লড়ছেন
- মেলবোর্নে আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীতে ১২ বাংলাদেশি প্রতিষ্ঠান
- রাজধানীতে অস্ত্র-মাদকসহ একটি চক্রের সবাই গ্রেফতার: ডিবি
- দুই সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালক
- সৌদির এফ-৩৫ পাওয়া নিয়ে ইসরায়েল কেন উদ্বিগ্ন?
- সহজ জয়ে বিশ্বকাপের মূল পর্বে নেদারল্যান্ডস
- সেই পিয়ন জাহাঙ্গীরের স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ
- ট্রাইব্যুনাল এলাকায় আজও কঠোর নিরাপত্তা