নওগাঁর মান্দায় তিন ফসলি জমিতে অবৈধভাবে ইটভাটা নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার তালপাতিলা শিবনগরে অনুমোদন ছাড়াই এ ভাটা নির্মাণ করছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল খালেক। সংশ্লিষ্ট প্রসাশন এ ব্যাপারে পদক্ষেপ না নেওয়ায় জনমনে নানা প্রশ্ন। জানা যায়, তালপাতিলা শিবনগরের একটি মাঠে ‘এসইপি ব্রিকস’ নামের ভাটার নির্মাণ কাজ চলছে। এর চারপাশে ফসলি জমি। এ ছাড়া আধা কিলোমিটার দূরেই বসতি। ভাটাটি চালু হলে পরিবেশ দূষণের পাশাপাশি আশপাশের জমির ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতি হবে আশঙ্কা করা হচ্ছে। তালপাতিলা গ্রামের কৃষক সলোমান হোসেন বলেন, যেখানে ভাটা হচ্ছে তার অদূরেই আমার চার বিঘা জমি আছে। মাঝে মধ্যে টিভি-পত্রিকার খবরে দেখি ইটভাটার বিষাক্ত গ্যাসে ফসল নষ্ট হয়ে গেছে। এখানেও একই ধরনের ক্ষতি হতে পারে। ভাটা নির্মাণ শুরুর পর থেকে এ মাঠে যাদের জমি আছে, তারা খুব চিন্তিত। উপজেলার চকউলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইয়াকুব আলী বলেন, একটি জমিতে চাইলেই যা খুশি করা যায় না। ফসলি জমিতে ইটভাটা নির্মাণে নিষেধাজ্ঞা আছে। তার পরও তিন ফসলি জমিতে কীভাবে ইটভাটা হচ্ছে আমার বোধগম্য নয়। ইটভাটার মালিক আবদুল খালেক বলেন, কাঁশোপাড়ায় আমার একটি ভাটা ছিল। সেই ইটভাটাটি তালপাতিলা শিবনগরে স্থানান্তর করা হচ্ছে। প্রশাসন ও পরিবেশ অধিদফতরের অনুমতি নিয়েই চালু করা হবে। নওগাঁ পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মলিন মিয়া জানান, তিন ফসলি জমিতে ইটভাটা নির্মাণের কোনো সুযোগ নেই। মান্দার ইউএনও লায়লা আঞ্জুমান বানু জানান, ফসলি জমিতে ইটভাটা নির্মাণের বিষয়টি জেনেছি। খুব শিগগিরই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শিরোনাম
- জলবায়ু অর্থায়নের নামে ভয়াবহ ঋণের ফাঁদ
- চায়ের আড্ডায় টুকুর গণসংযোগ
- মোংলায় লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচারণা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৭০০
- বরিশালের তিন অসহায় নারীর স্বামীকে রিকশা বিতরণ
- নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা
- র্যাবের অভিযান টের পেয়ে সন্ত্রাসীর ছোড়া গুলি লাগলো গৃহবধূর বুকে
- রোহিঙ্গা ভোটার চিহ্নিত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ ইসির
- প্রেষণে জনবল নিয়োগে বাংলাদেশ ও কাতার সশস্ত্র বাহিনীর মধ্যে চুক্তি স্বাক্ষর
- ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না : আমিনুল
- গণতন্ত্র উত্তরণের পথ হলো সফল জাতীয় নির্বাচন : মান্না
- ‘হিংসার রাজনীতি করে শেখ হাসিনা বগুড়ার উন্নয়ন করেনি’
- তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান সেলিমের
- একটি দল ধর্মকে পুঁজি করে রাজনীতি করছে: তৃপ্তি
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে : মোশাররফ
- কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাশ ১০৮ জন
- আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
- সোমবার সারা দেশে যানবাহন চলবে : পরিবহন শ্রমিক ফেডারেশন
- ব্রিতে নবান্ন উৎসব উদযাপিত
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
তিন ফসলি জমিতে ইটভাটা
নওগাঁ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর