নওগাঁর মান্দায় তিন ফসলি জমিতে অবৈধভাবে ইটভাটা নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার তালপাতিলা শিবনগরে অনুমোদন ছাড়াই এ ভাটা নির্মাণ করছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল খালেক। সংশ্লিষ্ট প্রসাশন এ ব্যাপারে পদক্ষেপ না নেওয়ায় জনমনে নানা প্রশ্ন। জানা যায়, তালপাতিলা শিবনগরের একটি মাঠে ‘এসইপি ব্রিকস’ নামের ভাটার নির্মাণ কাজ চলছে। এর চারপাশে ফসলি জমি। এ ছাড়া আধা কিলোমিটার দূরেই বসতি। ভাটাটি চালু হলে পরিবেশ দূষণের পাশাপাশি আশপাশের জমির ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতি হবে আশঙ্কা করা হচ্ছে। তালপাতিলা গ্রামের কৃষক সলোমান হোসেন বলেন, যেখানে ভাটা হচ্ছে তার অদূরেই আমার চার বিঘা জমি আছে। মাঝে মধ্যে টিভি-পত্রিকার খবরে দেখি ইটভাটার বিষাক্ত গ্যাসে ফসল নষ্ট হয়ে গেছে। এখানেও একই ধরনের ক্ষতি হতে পারে। ভাটা নির্মাণ শুরুর পর থেকে এ মাঠে যাদের জমি আছে, তারা খুব চিন্তিত। উপজেলার চকউলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইয়াকুব আলী বলেন, একটি জমিতে চাইলেই যা খুশি করা যায় না। ফসলি জমিতে ইটভাটা নির্মাণে নিষেধাজ্ঞা আছে। তার পরও তিন ফসলি জমিতে কীভাবে ইটভাটা হচ্ছে আমার বোধগম্য নয়। ইটভাটার মালিক আবদুল খালেক বলেন, কাঁশোপাড়ায় আমার একটি ভাটা ছিল। সেই ইটভাটাটি তালপাতিলা শিবনগরে স্থানান্তর করা হচ্ছে। প্রশাসন ও পরিবেশ অধিদফতরের অনুমতি নিয়েই চালু করা হবে। নওগাঁ পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মলিন মিয়া জানান, তিন ফসলি জমিতে ইটভাটা নির্মাণের কোনো সুযোগ নেই। মান্দার ইউএনও লায়লা আঞ্জুমান বানু জানান, ফসলি জমিতে ইটভাটা নির্মাণের বিষয়টি জেনেছি। খুব শিগগিরই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শিরোনাম
- একযুগের বেশি পদোন্নতি বঞ্চিত শিক্ষকদের কর্মবিরতি
- আর্মি অর্ডন্যান্স কোরের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
- বিইউবিটিতে ‘জব হান্টিং ২.০’ শীর্ষক সেশন অনুষ্ঠিত
- সুষ্ঠু নির্বাচনের জন্য করণীয় সব কিছুই করছে ইসি : আনোয়ারুল
- ‘দেশের মানুষ মনে করে হাসিনাকে আদালত সর্বোচ্চ শাস্তি দেবেন’
- সাবেক মন্ত্রী মায়া ও তার স্ত্রীর নামে দুদকের দুই মামলা
- ফ্যাসিবাদী শক্তি মোকাবিলায় জনগণ সক্রিয় থাকবে : আমানউল্লাহ
- কুয়েতে হোমনা প্রবাসীদের মিলনমেলা ও পিঠা উৎসব
- বিয়ের আশায় ১৭ দিনের নবজাতককে হত্যা করল ৪ খালা
- ইথিওপিয়ায় প্রথমবারের মতো মারাত্মক মারবার্গ ভাইরাসের প্রাদুর্ভাব
- চট্টগ্রাম কলেজে শিক্ষক সংকটে বিঘ্নিত গুণগত শিক্ষা
- স্কুল-কলেজের সভাপতির দায়িত্বে ইউএনও–ডিসি
- রূপগঞ্জের গোলাম ফারুক খোকন বিএসটিএমপিআইএ'র সভাপতি
- ২০২৬ সালে ব্যাংকের ছুটির তালিকা প্রকাশ
- আশরাফুল হত্যা: ফাঁসির দাবিতে উত্তাল গোপালপুর
- ট্রাইব্যুনালে যে রায় হোক তা কার্যকর হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
- নির্বাচনে যারা পেশি শক্তি দেখাবে, তারাই ক্ষতিগ্রস্ত হবে : ইসি সানাউল্লাহ
- মালয়েশিয়ায় ৪৫ বাংলাদেশিসহ ১২৩ বিদেশি কর্মী আটক
- দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যায়নি বরং উন্নতি হয়েছে : অর্থ উপদেষ্টা
- ‘রায়ের মাধ্যমেই প্রমাণিত হবে ফ্যাসিবাদীরা এ দেশের রাজনীতিতে স্থান পাবে না’