পদ্মা সেতুর মতো নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন দাবিতে রংপুর বিভাগের তিস্তা পাড়ের মানুষ গণ অবস্থান কর্মসূচি পালন করেছে। লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর ও গাইবান্ধা জেলার ১১০টি পয়েন্টে গতকাল বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ কর্মসূচির আয়োজন করে ‘তিস্তা বাঁচাও নদী বাঁচাও’ সংগ্রাম পরিষদ। প্রতিটি পয়েন্টে শত শত নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। রংপুরের পীরগাছা উপজেলার বোল্ডারের মাথা পয়েন্টে তিস্তা নদীর বাঁধে অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন নজরুল ইসলাম হক্কানী। বক্তারা নদীর বুকে ও তীরে গড়ে ওঠা সব অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং অবৈধ বালু তোলায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চান।
গঙ্গাচড়া উপজেলার মিনার বাজারে কর্মসূচিতে নেতৃত্ব দেন তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদ সাধারণ সম্পাদক শফিয়ার রহমান। এ ছাড়া রংপুরের মহিপুর, কাউনিয়া রেলসেতু, বিশ্বনাথ হয়বত খাঁ, কুড়িগ্রামের সরিষাবাড়ী, বিদ্যানন্দ পয়েন্ট, বুড়িরহাট, থেতরাই চর, বজরা, নীলফামারীর ডিমলার তিস্তার প্রবেশ মুখ, কেল্লাপাড়া, জয়বাংলা বাজার, বানপাড়া, লালমনিরহাটের ডাউয়াবাড়ী, সিন্দুরনা, পারুলিয়া, ঘুমটি বাজার, ভোটমারী, চিলাখাল, মটুকপুর, মহিষখোঁচা, রাজপুর এবং গাইবান্ধার হরিপুরসহ ১১০টি পয়েন্টে গণ অবস্থান কর্মসূচি পালিত হয়।