বসুন্ধরা শুভসংঘ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আশ্রয়কেন্দ্রে বসবাসরত পরিবারের মধ্যে বিনামূল্যে সবজি চারা ও বীজ বিতরণ করা হয়েছে। আশ্রয়ণ প্রকল্পের সারি সারি রঙিন ঘরের আঙিনায় বিষমুক্ত ও নিরাপদ সবজি বাগান তৈরিই এর লক্ষ্য। বীরগঞ্জের নিজপাড়া ইউনিয়নের নোখাপাড়া-১ আশ্রয়ণ প্রকল্পের বসবাসকারীদের হাতে গতকাল লাউ, সিম, বরবটি, পেপে, পালং শাক, মিষ্টি কুমড়া বীজ ও চারা বিতরণ করেন শুভসংঘের বন্ধুরা। এ সময় উপস্থিত ছিলেন- বীরগঞ্জ শুভসংঘের উপদেষ্টা ও কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি সোহেল আহমেদ, সভাপতি ফরহাদ হোসেন, সহসভাপতি মোজাম্মেল হক, জিয়াউর রহমান, সাদেকুল ইসলাম। আশ্রয়ণের বাসিন্দা খালেদা বেগম (৪৫) বলেন, বসুন্ধরা শুভসংঘ থেকে বিনামূল্যে কয়েক প্রকার সবজি চারা ও বীজ পেলাম। এগুলো রোপণ করব এবং তা দিয়ে পরিবারের প্রয়োজন মিটবে। বৃদ্ধ শহীদুল ইসলাম (৭০) বলেন- বসুন্ধরা শুভসংঘের দেওয়া বীজ ও চারা ঘরের আঙ্গিনায় রোপণ করব। সংসারে সবজির চাহিদা মিটানোর পাশাপাশি এ থেকে বাড়তি আয়ও হবে।