কুমিল্লার দাউদকান্দিতে দলবদ্ধ পিটুনিতে মাহবুব আলম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসধীন অবস্থায় বুধবার রাতে মারা যান তিনি। নিহতের বাড়ি পাশের তিতাস উপজেলার লালপুর গ্রামে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক শাহ আলম। জানা যায়, দাউদকান্দির গৌরীপুর বাজারে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজ করছিলেন। তখন মাহবুব আলম হঠাৎ এসে তাদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এতে শিক্ষার্থীসহ নয়জন আহত হন। তারা হলেন মোহাম্মদ শামীম, আবদুল্লাহ, সাইফ, সিমু ইসলাম, নেওয়াজ শরীফ। তাদের দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর অবস্থায় মাহবুবকে হাসপাতালে নিলে রাতে তার মৃত্যু হয়।