নারায়ণগঞ্জে পুলিশ ফাঁড়ির মালামাল লুটের ঘটনায় তিনজনকে ১৫ দিন করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তারা হলেন- নারায়ণগঞ্জের জালকুড়ি এলাকার নবী হোসেন, দ্বীন ইসলাম ও সাকিল হোসেন। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রবিন মিয়া গতকাল দুপুরে এ দন্ড দেন। এর আগে জালকুড়ি এলাকার পুলিশ ফাঁড়িতে মালামাল লুটের সময়ে রোভার স্কাউট সদস্যরা তাদের আটক করেন। তাদের পরনে ছিল এক ধরনের বিশেষ পোশাক। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রবিন মিয়া জানান, দন্ডপ্রাপ্তরা জালকুড়ি এলাকার পুলিশ ফাঁড়িতে মালামাল লুট করছিল।