দেশের বিভিন্ন জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কাজ করছে সেনাবাহিনীর সদস্যরা। এতে সাধারণ মানুষের আতঙ্ক অনেকটাই কেটে গেছে। জনমনে ফিরেছে স্বস্তি। প্রতিনিধিদের খবর -
নেত্রকোনা : সর্বত্র সেনাবাহিনীর তৎপরতা শুরু হয়েছে। সব উপজেলায় চলছে ক্যাম্প স্থাপনের কাজ। জেলার সর্বত্র আইনশৃঙ্খলা রক্ষায় সেনা সদস্যরা কঠোর হওয়ায় জনমনে ফিরেছে স্বস্তি। শহরের বাজার থেকে শুরু করে ব্যবসাপ্রতিষ্ঠানে নির্বিঘ্নে কার্যক্রম। এলাকায় এলাকায় মাইকিং করে জনগণের লুট হওয়া মালামাল ফেরত দিতে বাধ্য করছে সেনাবাহিনী। লুটের মালামাল যেখানে যাদের কাছেই পাওয়া যাবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে এমন আলটিমেটাম বাহিনীটির পক্ষ থেকে জেলা তথ্য অফিসের মাধ্যমে প্রচার করা হচ্ছে। পুলিশ সেবা দেওয়া থেকে বিরত থাকায় সড়কের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে মাঠে কাজ করছে সাধারণ শিক্ষার্থীরা। টহলের মাধ্যমে তাদেরও নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। জেলার সব মন্দিরে আনসার সদস্য ছাড়াও শিক্ষার্থী এবং মসজিদ কমিটির নেতারা দিচ্ছেন পাহারা। কোথাও কোনো ধরনের হামলা-সহিংসতা না হয় সেদিকে সেনাবাহিনীর রয়েছে কঠোর নজরদারি। মাদারীপুর : জেলায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে শিক্ষার্থীদের সঙ্গে গতকাল বাজার মনিটরিং করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও সেনাবাহিনী। এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সচেতনতামূলক লিফলেট ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে ও প্রতিটি পণ্যের মূল্যতালিকা দোকানে টানিয়ে রাখার জন্য বলা হয় ব্যবসায়ীদের। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস বলেন, শহরের ইটেরপুল বাজারে শিক্ষার্থী ও সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে বাজার মনিটরিং করা হয়। এ সময় ব্যবসায়ীরা যাতে দ্রব্যমূল্যের দাম সহনশীল রাখে ও মূল্য তালিকা টানিয়ে রাখে সে ব্যাপারে তাদেরকে অবগত করা হয়েছে। নোয়াখালী : কোম্পানীগঞ্জে সোনালী ব্যাংকের সাতটি ও চৌমুহনীতে ব্যাংক এশিয়ার একটি শাখায় রেমিট্যান্সের সাড়ে ১২ কোটি টাকা নিরাপদে পৌঁছে দিয়েছে সেনাবাহিনী। এছাড়া বেগমগঞ্জ, চাটখিল ও সোনাইমুড়ী থেকে লুট বেশ কিছু অস্ত্র উদ্ধার করেছে তারা। গতকাল প্রেস বিজ্ঞপ্তিতে সেনাবাহিনীর নোয়াখালী ক্যাম্প ইনচার্জ লে. কর্নেল আশরাফ এ তথ্য নিশ্চিত করেন। জয়পুরহাট : শখ হাসিনার পদত্যাগের পর জয়পুরহাট সদর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ সময় থানা থেকে লুট হওয়া মেশিনগান উদ্ধার করেছেন সেনাবাহিনী সদস্যরা। সদর উপজেলার হিচমী বাজার এলাকা থেকে গতকাল সকালে অস্ত্রটি উদ্ধার করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী জানায়, সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে শিক্ষার্থীদের ৩৬ দিনব্যাপী আন্দোলনে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। ছাত্রজনতা যখন বিজয় উল্লাস করছিল তখন কিছু সুযোগ সন্ধানী দুষ্কৃতকারী জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগসহ লুটপাট করে। ৫ আগস্ট সন্ধ্যায় জয়পুরহাট থানায় আক্রমণ, ভাঙচুরসহ অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়।