শিরোনাম
সোমবার, ১২ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

হল ছাড়ার নির্দেশ

পাবনা প্রতিনিধি

অবৈধভাবে অবস্থানকারীদের দ্রুত সময়ের মধ্যে হল ছাড়ার নির্দেশনা সংবলিত নোটিশ দিয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) প্রশাসন। একই সঙ্গে যারা বৈধভাবে হলে উঠতে চায় তাদের সিটের জন্য নির্ধারিত ফরম পূরণ করে জমা দিতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রভোস্ট প্রফেসর আমিরুল ইসলাম স্বাক্ষরিত এ নোটিশ দেওয়া হয় গতকাল। এতে বলা হয়, অবৈধভাবে অবস্থানকারীরা নির্ধারিত সময়ের মধ্যে রুম ফাঁকা না করলে তাদের মালামালের দায়িত্ব হল কর্তৃপক্ষ নেবে না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর