হতদরিদ্র ও অসহায় জনগোষ্ঠী এবং গ্রামীণ নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে বসুন্ধরা গ্রুপের আর্থিক সহায়তায় নানা পদক্ষেপ নিয়েছে বসুন্ধরা শুভসংঘ। এর মধ্যে রয়েছে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ কার্যক্রম। ৯০ দিন হাতেকলমে প্রশিক্ষণ শেষে গত ৯ মার্চ দিনাজপুরের বীরগঞ্জ পৌর শহরের মাকড়াই গ্রামে ২০ জন অসচ্ছল নারীকে দেওয়া হয় সেলাই মেশিন।
মাকড়াই গ্রামে গতকাল খোঁজ নিয়ে জানা যায়, সেলাই মেশিন পেয়ে অনেক পরিবারে সচ্ছলতা ফিরেছে। বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন পাওয়া আলফি বেগম (২৩) জানান, তার স্বামী কাঠমিস্ত্রি। কোনো দিন কাজ থাকে তো কোনো দিন থাকে না। যা আয় হয় তা দিয়ে ছেলেমেয়ের পড়াশোনাসহ সংসারের খরচ চালাতে হিমশিম খেতে হতো। বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন পাওয়ার পর এখন বাড়িতে বসে নিজেদের পাশাপাশি পাড়াপড়শির কাপড় সেলাই করে প্রতি মাসে ১৫০০-২০০০ টাকা আয় হয়। একই গ্রামের স্বামীপরিত্যক্তা মনিকা মুরমু (৩৫) জানান, আগে দিনমজুরি করে যা আয় হতো তা দিয়ে ছেলের লেখাপড়া ও পরিবারের খরচ চালাতে কষ্ট হতো। এখন অন্যের কাপড় সেলাই করে বাড়তি আয় হচ্ছে। ছেলে বিনামূল্যে শুভসংঘ স্কুলে পড়ে। আগের থেকে দিনকাল ভালো যাচ্ছে। শুভসংঘের সেলাই মেশিন পাওয়ার পর ভাগ্যের চাকা ঘুরে গেছে। এজন্য বসুন্ধরার প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব। বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী জানান, বসুন্ধরা শুভসংঘের মানবিক কাজগুলো সত্যিই প্রশংসনীয়। এমন মহতী উদ্যোগের জন্য তাদের ধন্যবাদ জানাই।