শিরোনাম
বুধবার, ২১ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

সাত দফা দাবিতে নেসকো অফিস ঘেরাও

নাটোর প্রতিনিধি

বিদ্যুতের প্রিপেইড মিটার বাতিলসহ সাত দফা দাবিতে নাটোরে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) নির্বাহী প্রকৌশলীর অফিস ঘেরাও করেছে ছাত্র-জনতা। গতকাল বেলা ১১টায় শুরু হওয়া ঘেরাও কর্মসূচি চলে প্রায় এক ঘণ্টা। পরে সেনাবাহিনীর আশ্বাসে তারা ঘটনাস্থল ছেড়ে যান। এর আগে সোমবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এ কর্মসূচি ঘোষণা করেন। গতকাল সকাল থেকে বিভিন্ন শ্রেণি-পেশার বিদ্যুৎ গ্রাহক ও শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন শহরের আলাইপুরে উত্তরাঞ্চল বিদ্যুৎ বিতরণী সংস্থা নেসকোর প্রকৌশলী দপ্তরের সামনে। নির্বাহী প্রকৌশলী দপ্তরের প্রধান ফটক ঘেরাও করে রাখে শিক্ষার্থী ও সাধারণ জনগণ। রফিকুল ইসলাম নামে একজন গ্রাহক বলেন, আমরা প্রিপেইড মিটার চাই না। এ মিটারের মাধ্যমে মানুষকে নিঃস্ব বানানো হচ্ছে। ৫০০ টাকা রিচার্জ করলে সঙ্গে সঙ্গে ১৫০ টাকা কেটে নেয়। আগের মিটার আমাদের ফিরিয়ে দেওয়া হোক। শিক্ষার্থী আল-আমিন বলেন, ডিজিটাল মিটারের নামে কৌশলে জনগণের টাকা মেরে দিচ্ছে নেস্কো। আমরা জনকল্যাণে সাতটি দাবি রেখেছি নেস্কোর কাছে। তারা আমাদের আশ্বস্ত করেছে। সেই সঙ্গে সেনাবাহিনীর আশ্বাসে কর্মসূচি বন্ধ করেছি। সেনাবাহিনী নাটোর সদর ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন সাদাদ জানান, জনগণের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান করা হয়েছে নেসকোকে। তারা সাত দিন সময় চেয়েছে। জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছি। নাটোর নেসকোর নির্বাহী প্রকৌশলী বিশাল আগারওয়াল বলেন, ছাত্ররা প্রিপেইড মিটার বাতিলসহ কয়েকটি দাবি জানিয়েছে। আমরা মন্ত্রণালয়কে বিষয়টি জানাব। সেজন্য সময় প্রয়োজন।

 

সর্বশেষ খবর