শরীয়তপুরে নিজ ঘর থেকে শাহিন শেখ (৪২) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বিকালে লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্র জানায়, শাহিন একাই ঘরে থাকতেন। গত বৃহস্পতিবার রাতে তাকে শেষবারের মতো দেখেছিলেন পরিবারের অন্য সদস্যরা। শুক্রবার তার সাড়াশব্দ না পেলে ঘরের দরজা ভেঙে স্বজনরা তাকে খাটে পড়ে থাকতে দেখেন। তার শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত দেখে সন্দেহ হয়। বিষয়টি থানায় জানালে রাতে পুলিশ লাশ উদ্ধার করে। শাহিন শরীয়তপুরের নরিয়া উপজেলার পাঁচক এলাকার জাহেদ আলী শেখের ছেলে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আহসান হাবীব বলেন, লাশের হাতের একটি আঙ্গুলে পোড়া দাগ ছিল। ময়নাতদন্ত রিপোর্ট এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
লালমনিরহাটের আদিতমারীতে ঘর থেকে তাহমিদুল রহমান তারা (৩৫) নামে এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল উপজেলার সারপুকুর ইউনিয়নের টিপের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তাহমিদুল রহমান তারা ওই এলাকার মৃত আহমেদের ছেলে।