ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পাওয়া গেল ভারতীয় মর্টার শেল। শনিবার সকালে মহেশপুর উপজেলার লড়াইঘাট সীমান্তে একটি শিমের জমিতে মর্টার শেলটি পাওয়া যায়। ৫৮ বিজিবির উপ-পরিচালক মেজর ওবাইদুর রহমান জানান, গত ১৬ আগস্ট রাত ১০টার দিকে বিজি লড়াই ঘাট বিজিবি ক্যাম্প থেকে প্রায় ১ কিলোমিটার দূরে বিকট শব্দ হয়ে চারপাশ আলোকিত হয়ে যায়।