ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাবার হাতে এনায়েতুল (২৪) নামে এক যুবক নিহতের অভিযোগ উঠেছে। রবিবার মধ্যরাতে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত বাবা জয়নাল আবেদীনকে (৫৫) আটক করেছে পুলিশ। স্থানীয় ইউপি সদস্য ইসহাক মোল্লা জানান, এনায়েতুল মাদকাসক্ত ছিল। ওসি শহীদুল ইসলাম জানান, লাশ জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্যে প্রেরণ করা হয়েছে।