সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা
২০১৩ সালে শ্রমিক হত্যায় মামলা

সাবেক এমপিসহ আসামি ৫৩

নোয়াখালী প্রতিনিধি

ট্রাক শ্রমিক মো. খোকন (১৭) খুন হন ২০১৩ সালে। এ ঘটনায় মামলা হয়েছে। নোয়াখালী-৪ আসনের সাবেক এমপি একরামুল করিম চৌধুরীসহ আসামি করা হয়েছে আওয়ামী লীগের ৫৩ নেতা-কর্মীকে। নিহত শ্রমিকের বাবা মজিবুল হক বাদী হয়ে সুধারাম মডেল থানায় গতকাল মামলা করেন। সুধারাম থানার ওসি মীর জাহেদুল হক রনি বলেন, স্থানীয় সাবেক এমপি, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগ সহসভাপতিসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলার এজাহার হাতে পেয়েছি। মামলা সূত্রে জানা যায়, খোকন  ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি বিএনপি-জামায়াত কর্মসূচি পালনের জন্য দত্তেরহাট শ্রমিক ইউনিয়ন অফিসে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। পথে আসামিরা মিছিলে হামলা করে। গুলিবিদ্ধ হয়ে মারা যান খোকন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর