গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক রাতে দুটি গোরস্থানের ছয়টি কবর খুঁড়ে লাশ চুরি করেছে দুর্বৃত্তরা। একেবারে নতুন বা পুরনো কবর নয়, কেবল তিন থেকে চার মাস আগে মারা যাওয়া বয়স্ক মানুষদের দেওয়া কবর থেকেই এ লাশগুলো চুরি করা হয়েছে। উপজেলার শ্রীপতিপুর ছয়ঘরিয়া গ্রামের একটি পরিবারের দুটি কবরস্থানে এ চুরির ঘটনা স্বজনদের নজরে আসে গত শুক্রবার। এ নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে।
ঘটনাস্থলে গিয়ে গতকাল স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গোবিন্দগঞ্জ উপজেলার শ্রীপতিপুর ছয়ঘরিয়া গ্রামের আকন্দ পরিবারের দুটি কবরস্থানে সম্প্রতি রাতের আঁধারে কে বা কারা ছয়টি কবর খুঁড়ে মৃতদেহগুলো নিয়ে যায়। শুক্রবার বিকালে বাড়ি থেকে কিছুটা দূরে চার মাস আগে মারা যাওয়া শুকুর আলী আকন্দ নামে এক বৃদ্ধের কবর খোঁড়া অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন। এরপর একে একে এফাজ আকন্দ ও তার স্ত্রী নেছারন, জামিলা বেগম, নইতন নেছা ও হাজরা বেগম নামের পাঁচ ব্যক্তির কবর খুঁড়ে লাশ বের করে নেওয়ার আলামত দেখতে পান তারা।