শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের গিলাতলী গ্রাম থেকে সৈয়দ সবুর (৪৭) নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে তার লাশ উদ্ধার করা হয় বলে কোতোয়ালি মডেল থানার ওসির দায়িত্বে থাকা এসআই জয়দেব চন্দ্র জানিয়েছেন। সৈয়দ সবুর একই গ্রামের সৈয়দ শাহ আলমের ছেলে। তিনি বরিশাল জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আনিচের ভাইয়ের ছেলে। চাচাতো ভাই বরিশাল নগরীর ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ শামসুদ্দোহা আবিদ দাবি করেন, সবুরকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে।

সর্বশেষ খবর