নেত্রকোনার কলমাকান্দায় নিখোঁজের দুই দিন পর কিশোর ইয়ানুর মিয়ার (১৬) লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার বড়খাপন গ্রামে নিজ বাড়ির সামনে পরিত্যক্ত পুকুরে গতকাল লাশটি পাওয়া যায়। ইয়ানুর ওই গ্রামেরই আবুল হাশেমের ছেলে।
জানা যায়, বড়খাপন গ্রামের আবুল হাশেমের ছেলে ইয়ানুর তার বাবার সঙ্গে মাছ ধরা ও কৃষিকাজ করতেন। গত বুধবার সন্ধ্যার পর ঘর থেকে বেরিয়ে নিখোঁজ হন তিনি। শুক্রবার সকালে স্থানীয় লোকজন বাড়ির সামনে পুকুরে লাশ ভাসতে দেখে থানায় খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করলে পরিবারের সদস্যরা ইয়ানুরের বলে শনাক্ত করেন। ইয়ানুর মৃগী রোগী ছিল জানা গেছে।
কলমাকান্দা থানার ওসি ফিরোজ হোসেন জানান, বড়খাপন গ্রামের পরিত্যক্ত পুকুর থেকে কিশোরের লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছ। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।