রবিবার, ৬ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

বাড়িতেই তৈরি বিদেশি মদ হোতাসহ আটক ৩

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে একটি বাড়িতে রেক্টিফাইড স্পিরিট, পানি, রং এবং এসেন্স মিশিয়ে তৈরি করা হতো বিদেশি মদ। উপকরণসহ নকল মদ তৈরি চক্রের হোতাসহ তিনজনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটকরা হলেন- ফরিদপুর সদরের রঘুনন্দনপুর পাট্টাদারকান্দির মজিদ জোমাদ্দারের ছেলে আবুল হোসেন আবুল, জেলা সদরের বিল মাহমুদপুর পূর্ব মল্লিক ডাঙ্গীর হোসেন মল্লিকের ছেলে হাফিজুল ইসলাম পাচু ও সদর উপজেলার সদরদী এলাকার ইমান আলীর ছেলে আতিয়ার। আবুল হোসেন চক্রের  হোতা এবং হাফিজুল ও আতিয়ার সহযোগী হিসেবে কাজ করেন দাবি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের। অধিদপ্তরের উপপরিচালক শামীম হোসেন জানান, গত শুক্রবার বিকালে ফরিদপুর সদরের মুন্সীবাজার বাইপাস এলাকা থেকে আবুল হোসেন ও তার সহযোগী হাফিজুল ইসলাম পাচুকে নকল মদসহ আটক করা হয়। আবুলের দেওয়া তথ্যমতে রাতে অভিযান চালানো হয় সদরদী গ্রামে আতিয়ারের বাড়িতে। সেখানে ৩ লিটার নকল মদ, মদ তৈরির জন্য ৩১ রেক্টিফাইড স্পিরিট জমা রাখা ছিল।

 

সর্বশেষ খবর