কিশোরগঞ্জের ভৈরবে বৈষম্যবিরোধী ছাত্রদের মিছিলে হামলার ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪ ভৈরব ক্যাম্প ও ভৈরব থানা পুলিশের যৌথ একটি দল। র্যাব ও পুলিশের একটি যৌথ দল মঙ্গলবার রাত থেকে গতকাল সকাল পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। র্যাবের স্কোয়াড কমান্ডার মো. শহিদুল্লাহ এ তথ্য জানান। গত ১৯ জুলাই ভৈরবের লক্ষ্মীপুর এবং কমলপুর এলাকায় গ্রেপ্তার তিনজনসহ অন্যরা রামদা, কিরিচ, বলম, লোহার রড, হকিস্টিক, পেট্রলবোমা, ককটেলসহ বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্রদের মিছিলে হামলা চালায়। এ ঘটনায় মামুন মিয়া ও আলম সরকার বাদী হয়ে ভৈরব থানায় পৃথক মামলা করেন। তাদের ভৈরব থানায় হস্তান্তর করা হয়।