সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

বানিয়াচংয়ে কৃষককে কুপিয়ে হত্যা

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে সাহাব উদ্দিন (৩৭) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। জেলার বানিয়াচং উপজেলার মন্দরী গ্রামে  গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। নিহত সাহাব উদ্দিন ওই গ্রামের আলিম উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, মন্দরী গ্রামের পাশের একটি বিল নিয়ে আলিম উদ্দিনের সঙ্গে একই গ্রামের শুকুর আলীর বিরোধ চলে আসছিল। এর জের ধরে গ্রামের পূর্ব পাড়ায় আলিম উদ্দিনের ছেলে সাহাব উদ্দিনকে একা পেয়ে কুপিয়ে আহত করে প্রতিপক্ষরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বানিয়াচং  স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, দুই পক্ষের মধ্যে পূর্ববিরোধ ছিল। এ ঘটনার জের ধরে তাদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে একজনের মৃত্যু হয়। পুলিশ অপরাধীদের ধরতে অভিযান চালাচ্ছে।

সর্বশেষ খবর