বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু বলেছেন, ভোটের অধিকার আদায়ের জন্য এ দেশের আপামর জনসাধারণ আন্দোলন সংগ্রাম করেছে। জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। মানুষের আকাক্সক্ষা পূরণে অতি শিগগিরই নির্বাচন দিতে হবে। কারও ষড়যন্ত্রে পা দিয়ে জাতিকে বিভ্রান্ত করবেন না।
গতকাল বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লা বিভাগীয় বিএনপির উদ্যোগে র্যালিপূর্ব আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বিএনপি নেতা আমিন উর রশিদ ইয়াছিন সভায় সভাপতিত্ব করেন।