গার্মেন্টকর্মী হত্যা মামলায় আটক সদর উপজেলা যুবলীগের সহসভাপতিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে যুবদল নেতার বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের মেম্বার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত মামুন শিকদার ভাওয়ালগড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক। পুলিশ জানায়, সদর উপজেলার জাহিন টেক্সটাইল কারখানায় নয়ন নামের এক শ্রমিককে হত্যার ঘটনায় সদর উপজেলা যুবলীগের সহসভাপতি রাজু আহমেদকে শনিবার সন্ধ্যায় আটক করা হয়। থানায় নিয়ে যাওয়ার পথে মেম্বার বাড়ি এলাকায় পুলিশের ওপর হামলা চালিয়ে রাজুকে ছিনিয়ে নিয়ে যায় যুবদল নেতা মামুন ও তার লোকজন। জয়দেবপুর থানার ওসি আবদুল হালিম বলেন, রাজুকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরীফ জানান, মামুন শিকদারকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে।