জনদুর্ভোগ লাঘবে সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার নেওয়ারগাছা খালের ওপর এক যুগেরও বেশি আগে নির্মাণ করা হয় পাশাপাশি দুটি সড়ক সেতু। কিন্তু সংযোগ সড়ক নির্মাণ না করায় তা ওই এলাকার পাঁচটি গ্রামের হাজার হাজার মানুষের জন্য হয়ে গেছে দুর্ভোগের কারণ। বিশেষ করে এসব গ্রামের শত শত শিশু শিক্ষার্থী, অসুস্থ ও বয়ঃবৃদ্ধদের নিয়ে স্বজনরা পড়েছেন বিপাকে। শিক্ষার্থীদের প্রায় দুই কিলোমিটার ঘুরে স্কুল-কলেজে যেতে হচ্ছে। এদিকে দীর্ঘ সময়েও এর জন্য দায়ীদের বিরুদ্ধে আদৌ কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না সে বিষয়ে কেউ বলতে রাজি হননি। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সব ফাইল পুড়ে গেছে, তাই কিছু বলা সম্ভব নয়। স্থানীয়রা জানান, ২০১২ সালে এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে উল্লাপাড়া পৌরসভা জহুরা মহিউদ্দিন স্কুল টু চর নেওয়ারগাছা সড়কে উল্লাপাড়া পৌরসভা থেকে নেওয়ারগাছা খালের ওপর সেতু দুটি নির্মাণ করা হয়। কিন্তু এক যুগ পেরিয়ে গেলেও সেখানে সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। এতে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে চর নেওয়ারগাছা, শ্রীফলগাঁতী, চর শ্রীফলগাঁতী ও নন্দীগ্রামের হাজার হাজার মানুষের উল্লাপাড়া রেলওয়ে স্টেশন, পৌর বাজার, বাসস্ট্যান্ড ও উপজেলা সদরে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ব্রিজের অপর প্রান্তে জহুরা মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়, খন্দকার আবদুল মজিদ উচ্চ বিদ্যালয়, নেওয়ারগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উল্লাপাড়া ডিগ্রি কলেজের ছাত্রছাত্রীদের চলাচলেও ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রায় দুই কিলোমিটার পথ ঘুরে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের চলাচল করতে হচ্ছে। দুর্ভোগের বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের বারবার অবহিত করা হলেও তারা কোনো ব্যবস্থা নেননি। এ অবস্থায় এলাকাবাসী দুর্ভোগ লাঘবে দ্রুত সংযোগ নির্মাণের জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন। নেওয়ারগাছা গ্রামের বাসিন্দা সাহানেওয়াজ খান রানাসহ অনেকে জানান, এক যুগ আগে তাদের দাবির প্রেক্ষিতে নেওয়ারগাছা খালের ওপর সেতু নির্মাণের উদ্যোগ নেয় পৌরসভা। এ সময় পাশাপাশি দুটি সেতু নির্মাণ করা হয়। কিন্তু দুই পাশের সংযোগ সড়কও নির্মাণ না করায় তারা দুর্ভোগ পোহাচ্ছেন। সেতু দুটিও কোনো কাজে আসছে না। উল্লাপাড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. শফিউল কবির জানান, জুলাই মাসে পৌরসভার সব ফাইল পুড়ে যায়। ফলে ১২ বছর আগে এই সেতুটির ঠিকাদার কে ছিল বা কত টাকা বরাদ্দ ছিল অথবা কী কারণে সেতুটির কাজ পুরোপুরি শেষ করা সম্ভব হয়নি তা বলা সম্ভব হচ্ছে না। উল্লাপাড়া পৌরসভার বর্তমান প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত জানান, তিনি কর্মস্থলে নতুন যোগদান করেছেন। দ্রুত এলাকার মানুষের দুর্ভোগ নিরসনে সেতু দুটির দুই পাশের সংযোগ সড়ক নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- পাকিস্তান-শাসিত কাশ্মীরে হামলায় নবজাতকসহ নিহত ৫
- শ্রীলঙ্কায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬
- যমুনার সামনেই জুমা পড়লেন আন্দোলনকারীরা
- যে কারণে গভীর পর্যবেক্ষণে ভারত-পাকিস্তানের যুদ্ধবিমান, রয়টার্সের বিশ্লেষণ
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ, তৈরি হচ্ছে মঞ্চ
- রাফাল যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ সরিয়ে ফেলেছে ভারত, প্রমাণ পেয়েছে বিবিসি
- সীমান্তে যুদ্ধাবস্থা: শত শত মানুষকে সরিয়ে নিলো ভারত
- খায়রুজ্জামান লিটনের সাবেক এপিএস স্বেচ্ছাসেবক লীগ নেতা টিটু আটক
- উত্তেজনা চরমে: পাকিস্তানের পক্ষে বার্তা দিলেন এরদোগান
- ‘সিনেমা’ থেকে ‘বাস্তব’ জগতে ফিরে আসুন, ভারতকে পাকিস্তানের আহ্বান
- ইংলিশ দলে ডাক পেলেন রিউ
- ভারত-পাকিস্তান সংঘাত ‘আমাদের কোনও বিষয় নয়’ : যুক্তরাষ্ট্র
- এল-ক্লাসিকোর রেফারি চূড়ান্ত
- পাকিস্তান থেকে সরিয়ে যেখানে হবে পিএসএল
- সেলিনা হায়াৎ আইভী গ্রেফতার
- অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা : নাহিদ
- পাকিস্তানি পাইলটকে আটকের দাবি ভারতের, প্রমাণ চাইল ইসলামাবাদ
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীদের
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাবিতে বিক্ষোভ
- প্রথম আমেরিকান পোপ রবার্ট প্রেভোস্ট
এক যুগেও হয়নি সংযোগ সড়ক
♦ কাজে আসছে না সেতু ♦ দুর্ভোগে এলাকাবাসী
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

পাকিস্তানের পাল্টা হামলায় সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ জম্মুতে পরপর বিস্ফোরণ, দাবি ভারতের
১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাকিস্তানের ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করার দাবি ভারতের
২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম