বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুরে গড়ে তেলা হয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। ২০১৬ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরু ২০১৮ সালে। এখনো নিজস্ব ক্যাম্পাস হয়নি। ভাড়া ভবনে চলছে শিক্ষা কার্যক্রম। আবাসিক সুবিধা না থাকায় বিভিন্ন জায়গায় থাকতে হচ্ছে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের। শিক্ষার্থীদের পড়াশোনা চরমভাবে ব্যাহত হচ্ছে। কর্তৃপক্ষ বলছে, ক্যাম্পাস নির্মাণের জন্য আটবার প্রস্তাব করা হলেও পাস হয়নি। প্রতিবারই বাজেট কমাতে হবে বলে ফেরত দেওয়া হয়েছে। সবশেষ শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার নড়েচড়ে বসে। এরপর বিশ্ববিদ্যালয় নতুনভাবে প্রকল্প জমা দেওয়ার নির্দেশ দেয়। এ অবস্থায় ৫৯৯ কোটি ৫০ লাখ টাকা বাজেট দিয়ে প্রকল্প জমা দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা এ বাজেট অনুমোদনের জন্য আলটিমেটাম দিয়েছেন। বাজেট অনুমোদন না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন তারা। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে ধরনের শিক্ষার সুযোগ-সুবিধা থাকা প্রয়োজন তার কিছুই নেই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে। পুঁথিগত পড়াশোনা হলেও ব্যবহারিক শিক্ষা সম্ভব হচ্ছে না। শ্রেণিকক্ষের সংকট তো রয়েছেই। আবাসন সংকটও চরমে। স্থায়ী ক্যাম্পাস থাকলে এ সমস্যা হতো না। আমাদের কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করছে না। উপাচার্য প্রফেসর ড. এস এম হাসান তালুকদার জানান, প্রায় ৮ বছর ধরে বিশ্ববিদ্যালয় চালু হলেও স্থায়ী ক্যাম্পাস হয়নি। দুঃখজনক হলেও সত্য, বারবার বাজেট কমানো হলেও নির্মাণ প্রকল্প দেখেনি আলোর মুখ। পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্যসচিব ড. কাইয়ুম আরা বেগম জানান, সরকারের সামর্থ্য অনুযায়ী বাজেট প্রণয়ন হয়নি বিধায় প্রকল্প হয়তো পাস হয়নি। আজ বৈঠকে প্রকল্পটি মূল্যায়ন নিয়ে আলোচনা হবে। আশা করছি সফল বৈঠক হবে। পরিকল্পনা কমিশনের অতিরিক্ত সচিব আবদুর রউফ জানান, প্রি-একনেক বৈঠকে যে প্রকল্প প্রস্তাবনা জমা দেওয়া হয়েছে তা নিয়ে আলোচনা করে করণীয় নির্ধারণ করা হবে। আমরাও চাই দ্রুত স্থায়ী ক্যাম্পাস হোক।
শিরোনাম
- রাজবাড়ীতে যুবকের মরদেহ উদ্ধার
- আতিকুল-মামুনসহ ৫ জন নতুন মামলায় গ্রেপ্তার
- মারীখালি নদীতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ
- নাটোরে পিকআপের চাপায় বৃদ্ধ নিহত
- বরগুনায় স্বাস্থ্য জনবল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- টুঙ্গিপাড়ায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন
- কুমারখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
- ভ্যাঙ্কুভারে বাঙালির মিলনমেলা, সংগীতে মাতোয়ারা প্রবাসীরা
- যে কোনও আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইসলামাবাদ
- মাদকাসক্ত ছেলেকে হত্যার পর থানায় আত্মসমর্পণ বাবার
- বিসিবি নির্বাচনে লড়ার ঘোষণা দিলেন ফারুক আহমেদ
- ২০২৪-এর বন্যা স্বাভাবিক ছিল না: প্রধান উপদেষ্টা
- আদানি চুক্তিতে ৪০ কোটি ডলারের ‘শুল্ক ফাঁকির’ অনুসন্ধানে দুদক
- বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ
- উচ্চতর গ্রেড পাবেন সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরা
- শেরপুর সীমান্তে লোকালয়ে হাতি, বাড়ছে মানুষ ও বন্যপ্রাণির দ্বন্দ্ব
- আসছে ‘নাগরিক সেবা বাংলাদেশ’, এক ঠিকানায় মিলবে সব সেবা
- বিএনপির ৩১ দফা প্রচারে ঝিনাইদহে লিফলেট বিতরণ
- রাজশাহীতে রেললাইনের পাশে পড়েছিল শ্রমিকের মরদেহ
- হাজিদের সঙ্গে প্রতারণার অভিযোগে ৪ চীনা নাগরিক গ্রেফতার
ভাড়া ভবনে খুঁড়িয়ে চলছে কার্যক্রম
আবদুস সামাদ সায়েম, সিরাজগঞ্জ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর