নোয়াখালী সদর উপজেলার জালিয়াল গ্রামে গৃহবধূকে কুপিয়ে হত্যার রহস্য উদঘাটন হয়েছে। ঘরে চোর ঢুকলে তাদের চিনে ফেলায় তাসলিমা বেগম রোজি (৬০) নামের ওই নারীকে কুপিয়ে হত্যা করা হয়। গতকাল আদালতে ১৬৪ ধারার জবানবন্দিতে এ তথ্য জানিয়েছেন ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ওবায়দুল হক ওরফে তারেক। রোজি জালিয়াল গ্রামের ওবায়দুল হকের স্ত্রী ও নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক জিয়াউল হক ইনুর মা।
বিকালে প্রেস কনফারেন্সে এ তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ইব্রাহীম। তিনি বলেন, মামলার একমাত্র আসামি জালিয়াল গ্রামের আবদুল হাকিমের ছেলে তারেককে (৩৫) গতকাল দুপুরে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। তিনি ১৬৪ ধারার জবানবন্দিতে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।