প্রায় ৫ লাখ মানুষের চিকিৎসাসেবার ভরসাস্থল নওগাঁর মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এখানে বহির্বিভাগে প্রতিদিন সেবা নিতে আসেন ৪০০-৪৫০ রোগী। এ হাসপাতালে প্রকট আকার ধারণ করেছে চিকিৎসকসংকট। উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসাররাই রোগীদের একমাত্র ভরসা। যে চারজন চিকিৎসক কর্মরত আছেন তাদের দিয়েই চলছে জরুরি ও অন্তর্বিভাগের কাজ। চাহিদা অনুযায়ী নেই চতুর্থ শ্রেণির জনবলও। কাক্সিক্ষত সেবাবঞ্চিত হচ্ছেন উপজেলার বাসিন্দারা। মান্দা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আনোয়ারুল ইসলাম বলেন, চিকিৎসক ও চতুর্থ শ্রেণির কর্মচারীসংকটে রোগীরা সমস্যার সম্মুখীন হচ্ছেন। আশা করছি খুব শিগগিরই এর উত্তরণ হবে। জানা যায়, মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ জন মেডিকেল অফিসারের পদ থাকলেও আবাসিক কর্মকর্তাসহ রয়েছেন মাত্র চারজন। এর মধ্যে তিনজন চিকিৎসক দিয়ে পর্যায়ক্রমে জরুরি ও অন্তবিভাগের কাজ চালিয়ে নেওয়া হচ্ছে। আয়া ও ওয়ার্ড বয়ের পাঁচ পদের বিপরীতে ২ এবং পরিচ্ছন্নতাকর্মীর পাঁচটি পদের চারটিই শূন্য। সংশ্লিষ্ট রোগের ডাক্তার না থাকায় ছোট ছোট সমস্যা নিয়েও রোগী রেফার্ড করা হচ্ছে নওগাঁ অথবা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। বহির্বিভাগে প্রতিদিন নারী, শিশুসহ অনেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষার পর ডাক্তার দেখাতে না পেরে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। কশব ইউনিয়নের পলাশবাড়ি গ্রাম থেকে আসা শামীম হোসেন বলেন, বুকের ব্যথার চিকিৎসা নিতে ১৫ কিলোমিটার দূর থেকে এসেছি। এমবিবিএস পদের কোনো ডাক্তার পাইনি। উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের কাছে চিকিৎসা নিয়ে ফিরে যাচ্ছি। ভালো ডাক্তার দেখানোর আশা নিয়ে এত দূর থেকে এসেছিলাম। সময় ও অর্থ দুটোই অপচয় হলো। গোসাইপুর থেকে চিকিৎসা নিতে আসা রবিউল ইসলাম টিপু বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো ডাক্তার নেই। কমিউনিটি মেডিকেল অফিসার দেখে একটা চিরকুটে কী কী লিখে দিল পছন্দ হয়নি। দুধের স্বাদ ঘোলে মিটিয়ে বাড়ি যাচ্ছি। আগামীতে রাজশাহী শহরে গিয়ে ভালো ডাক্তার দেখাব। আরেক রোগী সুনীল কুমার বলেন, এক সময় এই হাসপাতালে অনেক ডাক্তার থাকায় বৈকালিক চিকিৎসাসেবাও চালু হয়েছিল। স্থানীয় বাসিন্দারা জানান, নওগাঁ-রাজশাহী মহাসড়কের কাছে হাসপাতালটির অবস্থান হওয়ায় এর গুরুত্ব বেশি। মহাসড়কে ছোটবড় দুর্ঘটনায় দ্রুত চিকিৎসার জন্য আহতদের এখানে আনা হয়। চিকিৎসক না থাকায় তাদের পাঠানো হয় নওগাঁ কিংবা রাজশাহী মেডিকেলে। পথেই অনেক সময় রোগীর মৃত্যু ঘটে।
শিরোনাম
- রাজবাড়ীতে যুবকের মরদেহ উদ্ধার
- আতিকুল-মামুনসহ ৫ জন নতুন মামলায় গ্রেপ্তার
- মারীখালি নদীতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ
- নাটোরে পিকআপের চাপায় বৃদ্ধ নিহত
- বরগুনায় স্বাস্থ্য জনবল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- টুঙ্গিপাড়ায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন
- কুমারখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
- ভ্যাঙ্কুভারে বাঙালির মিলনমেলা, সংগীতে মাতোয়ারা প্রবাসীরা
- যে কোনও আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইসলামাবাদ
- মাদকাসক্ত ছেলেকে হত্যার পর থানায় আত্মসমর্পণ বাবার
- বিসিবি নির্বাচনে লড়ার ঘোষণা দিলেন ফারুক আহমেদ
- ২০২৪-এর বন্যা স্বাভাবিক ছিল না: প্রধান উপদেষ্টা
- আদানি চুক্তিতে ৪০ কোটি ডলারের ‘শুল্ক ফাঁকির’ অনুসন্ধানে দুদক
- বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ
- উচ্চতর গ্রেড পাবেন সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরা
- শেরপুর সীমান্তে লোকালয়ে হাতি, বাড়ছে মানুষ ও বন্যপ্রাণির দ্বন্দ্ব
- আসছে ‘নাগরিক সেবা বাংলাদেশ’, এক ঠিকানায় মিলবে সব সেবা
- বিএনপির ৩১ দফা প্রচারে ঝিনাইদহে লিফলেট বিতরণ
- রাজশাহীতে রেললাইনের পাশে পড়েছিল শ্রমিকের মরদেহ
- হাজিদের সঙ্গে প্রতারণার অভিযোগে ৪ চীনা নাগরিক গ্রেফতার
জোড়াতালি দিয়ে সেবা চলছে হাসপাতালে
মান্দা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্স
বাবুল আখতার রানা, নওগাঁ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর