সদরপুর উপজেলায় ধর্ষণের পর শেফালী (৫০) নামের এক নারীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। শনিবার দিবাগত রাত ৩টার দিকে আকোটেরচর ইউনিয়নে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মোমরেজ ও তার দুই সহযোগী পলাতক রয়েছেন। স্থানীয়রা জানান, মোমরেজ ও তার দুই সহযোগী রাতে শেফালীর বাড়িতে গিয়ে দোচালা টিনের ঘরে আড্ডা দেন। কিছুক্ষণ পর মোমরেজ শেফালীকে ডেকে ওই ঘরে নিয়ে যান। এরপর শেফালী অসুস্থ হয়ে পড়লে তাকে কোলে করে তার ঘরে রেখে পলিয়ে যান। পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।