পাবনার ভাঙ্গুড়ায় বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ কক্ষে চলছে পাঠদান, যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ভবনের ছাদের পলেস্তারা খসে পড়েছে। দেয়ালের কিছু অংশে দেখা গেছে ফাটল। শিক্ষার্থীরা ভয়ে ক্লাসে বসতে চাইছে না। বিকল্প ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ জেনেও সেখানে পাঠদান করতে হচ্ছে শিক্ষকদের। পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের ঝবঝবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমন বেহাল দশায় চলছে শিক্ষা কার্যক্রম। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৩৪ সালে স্থানীয়দের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় বিদ্যালয়টি। ১৯৭৩ সালে জাতীয়করণ হয়। ২০০৩ সালে তিন কক্ষ বিশিষ্ট একটি ভবন নির্মাণ হয়। শতাধিক শিক্ষার্থী বিদ্যালয়টিতে পড়াশোনা করছে। শিক্ষার্থী ও শিক্ষকরা জানান, ভবনের ছাদের পলেস্তারা খসে পড়েছে। দেয়ালের কিছু অংশে দেখা দিয়েছে ফাটল। দুই শিফটে ভাঙাচোরা ভবনেই প্রথম থেকে পঞ্চম শ্রেণির পাঠদান করানো হচ্ছে। বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ ভবন জেনেও এখানে ক্লাস নিতে বাধ্য হচ্ছেন শিক্ষকরা। কয়েকদিন আগেও ছাদের পলেস্তারা খসে পড়ে এক শিক্ষার্থী আহত হয়। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ঝুঁকিপূর্ণ ভবনে তারা ভয়ে ভয়ে ক্লাস করছে। পাঠদানের সময় শিক্ষকদের আলোচনায় তারা মনোযোগ দিতে পারছে না। সব সময় আতঙ্কে থাকতে হয়। কখন যেন ছাদের পলেস্তারা ভেঙে মাথায় পড়ে। প্রধান শিক্ষক নাজমুন্নাহার বলেন, বেশ কিছুদিন আগে ভবনের পলেস্তারা খুলে পড়েছিল বিষয়টি আমি কর্তৃপক্ষকে জানিয়েছি। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, বিদ্যালয় ভবনের সব কক্ষ খুবই ঝুঁকিপূর্ণ। উপজেলা প্রকৌশলীকে বিষয়টি অবহিত করা হয়েছে। হয়তো শিগগিরই পাকা ভবন বরাদ্দ হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নাজমুন নাহার বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। উপজেলা প্রকৌশলীকে সঙ্গে নিয়ে সরেজমিন দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা প্রকৌশলী সালেহ হাসান প্রামাণিক বলেন, সরেজমিন পরিদর্শন করে ভবনটি ঝুঁকিপূর্ণ মনে হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- তাসকিনের বিরুদ্ধে জিডি প্রত্যাহার করলেন বন্ধু সৌরভ
- জুলাই সনদের দাবি নিয়ে শাহবাগ অবরোধ
- ইসরায়েল মার্কা নির্বাচন চায় কারা
- যেসব এলাকায় শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- পুঁজিবাজার: সূচকের বড় উত্থানে চলছে লেনদেন
- তথ্য যাচাইয়ে সাংবাদিকদের আরও সতর্ক হতে হবে
- লাগামহীন খুন সন্ত্রাস চাঁদাবাজি
- মেসির জোড়া অ্যাসিস্টে মায়ামির জয়, ডি পলের অভিষেক
- ফিলিস্তিনকে এবার স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা কানাডার
- জামিন পেলেন সেই ফারাবী
- মিয়ানমারের ‘দুর্লভ খনিজে’ চোখ যুক্তরাষ্ট্রের
- ভূমিকম্পের পর এবার রাশিয়ায় ভয়াবহ অগ্ন্যুৎপাত
- অ্যাঙ্গোলায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে সহিংস বিক্ষোভে নিহত ২২
- ইসরায়েলকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা দিতে সৌদিকে অনুরোধ করেছিল যুক্তরাষ্ট্র
- ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলার হুমকি, কেন্দ্রীয় ব্যাংকের সতর্কতা
- ধোঁকা দেয়ার চিন্তা মনে হয় না কোনো দলের আছে : সালাহউদ্দিন
- শিশুদের সর্বাঙ্গীণ বিকাশে পাঠাভ্যাস গড়ে তুলতে হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
- এমন অবস্থা তৈরি করবেন না যাতে ফ্যাসিস্ট হাসিনা ফেরার সুযোগ পায় : ফখরুল
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে জিজ্ঞাসাবাদে নতুন ওয়ারেন্ট চায় প্রসিকিউশন
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৩১৬
বিদ্যালয়ের দেয়ালে ফাটল খসে পড়ছে পলেস্তারা
সৈকত আফরোজ আসাদ, পাবনা
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর