পাবনার ভাঙ্গুড়ায় বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ কক্ষে চলছে পাঠদান, যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ভবনের ছাদের পলেস্তারা খসে পড়েছে। দেয়ালের কিছু অংশে দেখা গেছে ফাটল। শিক্ষার্থীরা ভয়ে ক্লাসে বসতে চাইছে না। বিকল্প ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ জেনেও সেখানে পাঠদান করতে হচ্ছে শিক্ষকদের। পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের ঝবঝবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমন বেহাল দশায় চলছে শিক্ষা কার্যক্রম। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৩৪ সালে স্থানীয়দের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় বিদ্যালয়টি। ১৯৭৩ সালে জাতীয়করণ হয়। ২০০৩ সালে তিন কক্ষ বিশিষ্ট একটি ভবন নির্মাণ হয়। শতাধিক শিক্ষার্থী বিদ্যালয়টিতে পড়াশোনা করছে। শিক্ষার্থী ও শিক্ষকরা জানান, ভবনের ছাদের পলেস্তারা খসে পড়েছে। দেয়ালের কিছু অংশে দেখা দিয়েছে ফাটল। দুই শিফটে ভাঙাচোরা ভবনেই প্রথম থেকে পঞ্চম শ্রেণির পাঠদান করানো হচ্ছে। বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ ভবন জেনেও এখানে ক্লাস নিতে বাধ্য হচ্ছেন শিক্ষকরা। কয়েকদিন আগেও ছাদের পলেস্তারা খসে পড়ে এক শিক্ষার্থী আহত হয়। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ঝুঁকিপূর্ণ ভবনে তারা ভয়ে ভয়ে ক্লাস করছে। পাঠদানের সময় শিক্ষকদের আলোচনায় তারা মনোযোগ দিতে পারছে না। সব সময় আতঙ্কে থাকতে হয়। কখন যেন ছাদের পলেস্তারা ভেঙে মাথায় পড়ে। প্রধান শিক্ষক নাজমুন্নাহার বলেন, বেশ কিছুদিন আগে ভবনের পলেস্তারা খুলে পড়েছিল বিষয়টি আমি কর্তৃপক্ষকে জানিয়েছি। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, বিদ্যালয় ভবনের সব কক্ষ খুবই ঝুঁকিপূর্ণ। উপজেলা প্রকৌশলীকে বিষয়টি অবহিত করা হয়েছে। হয়তো শিগগিরই পাকা ভবন বরাদ্দ হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নাজমুন নাহার বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। উপজেলা প্রকৌশলীকে সঙ্গে নিয়ে সরেজমিন দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা প্রকৌশলী সালেহ হাসান প্রামাণিক বলেন, সরেজমিন পরিদর্শন করে ভবনটি ঝুঁকিপূর্ণ মনে হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- আয়কর রিটার্ন ছাড়া মিলবে না ৩৯ ধরনের সেবা
- মার্কিন শুল্ক আলোচনার বাস্তবসম্মত সমাধানের আহ্বান জার্মানির
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু
- ক্রাইম জোন তিন সিটি
- ২৭ বছর পর গানে ফিরলেন আমির খান
- জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংসের চক্রান্ত চলছে : মির্জা ফখরুল
- গণ-অভ্যুত্থানে নারীদের ভূমিকা নিয়ে আজ চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
- রিটার্নিং-প্রিজাইডিং অফিসার নিয়োগে পরিবর্তন আসছে : সিইসি
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ সবচেয়ে বড় হুমকির মুখে : ম্যাক্রোঁ
- চ্যাটবট জেমিনিতে এলো নতুন ফিচার
- এখনো স্বজনদের খুঁজে ফেরেন বসনিয়ার মুসলিমরা
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৪ জুলাই)
- উইম্বলডনে আলকারাজকে হারিয়ে ইতিহাস গড়লেন সিনার
- লঙ্কানদের বড় ব্যবধানে হারিয়ে সমতায় ফিরল টাইগাররা
- কর্নেল ইভাল হত্যা: রুশ গুপ্তচরদের হত্যা করল ইউক্রেন
- শেষ মুহূর্তের গোলে নেপালকে হারাল বাংলাদেশ
- ঝিনাইগাতীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিন মাদ্রাসা শিক্ষার্থীর
- সংস্কার কমিশন মানুষের মনের ভাষা বুঝবে না : আমীর খসরু
- নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি গ্রেফতার
- সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে রাজধানীতে বিএনপির বিক্ষোভ মিছিল
বিদ্যালয়ের দেয়ালে ফাটল খসে পড়ছে পলেস্তারা
সৈকত আফরোজ আসাদ, পাবনা
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর