কুমিল্লার চৌদ্দগ্রামে মায়ের সেবা নিয়ে ঝগড়ায় স্ত্রী শাহিদা বেগমকে বালিশচাপা দিয়ে হত্যা করেন স্বামী। হত্যার আড়াই মাস পর রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। ১৬৪ ধারা জবানবন্দিতে শাহিদা বেগমের স্বামী আবদুল মমিন এ তথ্য দিয়েছেন। গতকাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দিন আহমেদ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
পুলিশ জানায়, ৩ ফেব্রুয়ারি উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ধনুসাড়া গ্রামে বাড়ির টয়লেটের রিংয়ের ভিতর শাহিদা বেগমের বিবস্ত্র অবস্থায় লাশ পাওয়া যায়। নিহতের ছেলে মাছুম বিল্লাহ বাদী হয়ে এ ঘটনায় মামলা করেন। তদন্তকারী কর্মকর্তা এসআই হেশাম উদ্দিন ২৭ মার্চ ১নং সাক্ষী আবদুল মমিনকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আদালতে পাঠিয়ে মূল রহস্য উদ্ঘাটনের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত দুই দিনের মঞ্জুর করেন। ২১ এপ্রিল কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে আবদুল মমিনকে পুলিশ হেফাজতে এনে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্ত্রীকে খুন করার কথা স্বীকার করেন। আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে এ তথ্য দেন তিনি। এদিকে লালমনিরহাটে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে তিস্তাচরে ভুট্টা খেতে নিয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রী জান্নাতি আক্তারকে (১২) মুখে মাটি গুজে হত্যা করা হয়। আদালতে এমন স্বীকারোক্তি দিয়েছে অভিযুক্ত যুবক বেলাল হোসেন। লালমনিরহাটের কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক গতকাল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। জান্নাতি উপজেলার চর ভোটমারী গ্রামের ফজলুল হকের মেয়ে। গ্রেপ্তার বেলালের বাড়ি একই এলাকায়।