টঙ্গী পূর্ব গোপালপুরে জমি নিয়ে বিরোধের জেরে আরিফুল ইসলাম (২৪) নামে যুবককে ছুরি মেরে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে গতকাল ভোরে। আরিফুল ময়মনসিংহের নান্দাইল উপজেলার গোপীনাথপুর গ্রামের আবদুল হাকিম মিয়ার ছেলে। পুলিশ লাশ উদ্ধার করেছে। জানা যায়, পূর্ব গোপালপুরের এক বাড়িতে রবিবার বিকালে জমি নিয়ে বিরোধে সালিশ বসে। এ সময় ওমর ফারুক নামে একজনের সঙ্গে আরিফুল ইসলামের বাগ্বিতন্ডা হয়। একপর্যায় আরিফুলকে ছুরি মারেন ফারুক। টঙ্গী পূর্ব থানার ওসি জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।