আন্তর্জাতিক শ্রমিক দিবসে তীব্র দাবদাহ মোকাবিলায় নারায়ণগঞ্জ শহরের রিকশাচালকদের মধ্যে গামছা এবং টুপি উপহার দিয়েছে ‘বসুন্ধরা শুভসংঘ’র নারায়ণগঞ্জ জেলার সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে শহরের মিশনপাড়া এলাকায় শতাধিক রিকশাচালকদের হাতে এ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এসব উপহার সামগ্রী পেয়ে উচ্ছ্বসিত রিকশাচালকরা জানান, ‘এতদিন আমাদের রিকশা চালাতে অনেক কষ্ট হতো। বসুন্ধরা গ্রুপের এ উপহার পেয়ে আমাদের অনেক উপকার হয়েছে।’ বসুন্ধরা শুভসংঘের নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী মামুন বলেন, ‘শ্রমিক দিবস উপলক্ষে আমরা রিকশাচালকদের মধ্যে গামছা এবং ক্যাপ বিতরণ করে তাদের জন্য একটু স্বস্তির ব্যবস্থা করেছি। আগামীতে আরও বড় পরিসরে এ কার্যক্রম করার ইচ্ছা রয়েছে।’
বসুন্ধরা শুভসংঘের নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি এম এস এ মনির, শরীফ সুমন, মোবাশ্বির শ্রাবণ, রাশেদুল ইসলাম রাজু, কামাল হোসেন কালিম, দীপ বাপ্পি, মেহেদী মঞ্জুর বকুল, রাসেল চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
, তথ্যবিষয়ক সম্পাদক ফয়সাল হোসেন, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মনজুর আহমেদ আকাশ, সাংবাদিক মেহেদী হাসান সজীব, নাহিন মুজতবা সোহান, ব্যবসায়ী রফিকুল ইসলাম সানু প্রমুখ।