ঠাকুরগাঁও জেলায় সাপের কামড়ে গত দুই সপ্তাহে ছয়জনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ি এলাকার স্কুলছাত্র সাকিবুল ইসলাম সাপের কামড়ে মারা যায়। হাসপাতালগুলোতে অ্যান্টিভেনম না থাকায় সময়মতো চিকিৎসার অভাবে প্রাণহানি ঘটছে বলে অভিযোগ। জানা গেছে, শুক্রবার সাপে কামড় দেওয়ার পর সাকিবুলকে প্রথমে বালিয়াডাঙ্গী স্বাস্থ্য কমপ্লেক্স, পরে হরিপুর স্বাস্থ্য কমপ্লেক্স, ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল এবং দিনাজপুরের বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কোথাও অ্যান্টিভেনম না থাকায় তাকে চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি। শেষ পর্যন্ত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সাকিবুলের মৃত্যু হয়।
সাকিবুলের বাবা ইসরাইল উদ্দীন বলেন, ‘চারটা হাসপাতালে নিয়েও ভ্যাকসিন পাইনি। আর যেন কোনো বাবার বুক খালি না হয়, সরকার দ্রুত ব্যবস্থা নিক।’ এর আগে পীরগঞ্জের স্কুলছাত্র তারেক, রাণীশংকৈলের কলেজছাত্র মোকসেদ আলী, হরিপুরের গৃহবধূ সম্পা রানীসহ দুই সপ্তাহে অন্তত ছয়জন সাপের কামড়ে মারা গেছেন। ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. আনিছুর রহমান বলেন, চাহিদা পাঠানোর পরও কেন্দ্রীয় ঔষধাগার থেকে অ্যান্টিভেনম পাওয়া যায়নি।