নওগাঁ, চট্টগ্রাম, নড়াইল, নেত্রকোনা ও মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-
নওগাঁ : সাপাহার উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবক এবং মহাদেবপুরে ড্রাম ট্রাকের চাকায় বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল দুপুরে পৃথক এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পত্নীতলা উপজেলার মধুইল আলিয়া মাদরাসাপাড়ার সায়েম আলীর ছেলে ফরহাদ হোসেন (২০) ও মহাদেবপুর উপজেলার শুখনা গোপালপুরের শফি ম লের ছেলে আতোয়ার হোসেন (৪৫)।
চট্টগ্রাম : পটিয়ায় গতকাল দুপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ইয়াছিন (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ইয়াছিন পটিয়ার দক্ষিণ হরিণখাইন গ্রামের বাসিন্দা। তিনি জিরি ফকিরা বাজারের আজমীর ডেকোরেশন নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ছিলেন।
নড়াইল : সদর উপজেলার শুভারঘোপ এলাকায় গতকাল সকালে ট্রলিচাপায় মারা গেছে হোসাইন শেখ (১০) নামে এক শিশু। নেত্রকোনা : কলমাকান্দায় ট্রাকের ধাক্কায় আবদুল্লাহ (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। কলমাকান্দা-নেত্রকোনা সড়কের হীরাকান্দায় গতকাল ঘটনাটি ঘটে। আবদুল্লাহ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার অনন্তপুর গ্রামের আহাম্মদের ছেলে। মুন্সিগঞ্জ : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তার পরিচয় জানা যায়নি। আনুমানেক বয়স ৩৫ বছর।