পটুয়াখালীর মির্জাগঞ্জে চাঁদাবাজি এবং মসজিদের রড নিয়ে যাওয়ার অভিযোগে শাহাদাত হোসেন (৪০) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গতকাল তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার রাতে উপজেলার কাঁঠালতলী বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাহাদাত উপজেলার মাধবখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি। তিনি কাঁঠালতলী গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাঁঠালতলী এলাকার ব্যবসায়ী খুশি আক্তার ও দফাদার শফিকুল ইসলামের দোকানে তালা মেরে চাঁদা দাবি করে আসছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা শাহাদাত হোসেন।