নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর এলাকা থেকে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় এক ব্যবসায়ীকে উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে নাটোর-নওগাঁ আঞ্চলিক সড়ক থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তি নিজের নাম বাবু বলে জানিয়েছেন। তার বাড়ি নীলফামারীর সৈয়দপুরে। তিনি পেশায় একজন ঝালমুড়ি বিক্রেতা। তিনি বলেন, ‘তার সঙ্গীরা তাকে পরিকল্পিতভাবে হাত-পা-মুখ বেঁধে সড়কের মধ্যে ফেলে রেখে পালিয়ে গেছে।’ সঙ্গীরা পূর্বপরিকল্পিতভাবে তাকে এ অবস্থায় ফেলে রেখে পালিয়ে গেছে।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’