সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর ব্রিজ এলাকায় গতকাল ডিবি পুলিশ পরিচয়ে ডেলিকেট পোশাক কারখানার ২৫ লাখ টাকা লুট করেছে ছিনতাইকারীরা।
কারখানার কর্মকর্তা বাইজিদ মিয়া জানান, দুপুরে ইসলামী ব্যাংক হেমায়েতপুর শাখা থেকে ২৫ লাখ টাকা তুলে এবং বিভিন্ন ব্যাংকের ৩ কোটি ২৫ লাখ টাকার পে-অর্ডার ও চেক নিয়ে কারখানার তিনজন প্রাইভেট কারে রাজধানীর তেজগাঁওয়ের দিকে যাচ্ছিলেন। পথে একটি প্রাইভেট কার ও নোয়া মাইক্রোবাসে থাকা ছিনতাইকারীরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাঁদের গাড়ি থামায়। অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও মূল্যবান কাগজপত্র লুট করে। ছিনতাইকারীরা তাঁদের মারধর করে চলে যায়। এ ঘটনায় সাভার মডেল থানায় অভিযোগ করেন কারখানার অ্যাডমিন ম্যানেজার মাইনুল ইসলাম মামুন। সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালে আহম্মেদ জানান, ছিনতাই হওয়া টাকা উদ্ধার এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।