চার জেলায় পানিতে ডুবে ছয়জনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-
ফরিদপুর : সদর উপজেলার কুমার নদে ডুবে গতকাল দাদি-নাতির মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, দুপুরে দিরাজউদ্দিন মৃধার স্ত্রী মালেকা বেগমের (৭০) সঙ্গে দুই নাতি সোয়াদ (৬) ও তৌসিফ (৭) কুমার নদে গোসল করতে যায়। তৌসিফ ও সোয়াদ ডুবে গেলে তাদের বাঁচাতে গিয়ে মালেকাও নিখোঁজ হন। বিকালে মালেকা ও তৌসিফের লাশ ভেসে ওঠে।
নোয়াখালী : সুবর্ণচরের কুট্টিবাড়ির পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা ওই এলাকার মো. সাহেদের ছেলে।
চট্টগ্রাম : ফটিকছড়িতে পুকুরে গোসল করতে নেমে নাহিদুল (১৫) নামে স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
গোপালগঞ্জ : মুকসুদপুরের খন্দকারকান্দি গ্রামে গতকাল মায়ের সঙ্গে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে হাফিজ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।