কুড়িগ্রামের খলিলগঞ্জ নাজিরা রেল ক্রসিংয়ে রমনা-পার্বতীপুরগামী ট্রেনের সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষ হয়েছে। এতে ট্রাক্টরে চালক ও হেলপার আহত হয়েছেন। সংঘর্ষে ট্রাক্টরটি দুমড়ে-মুচড়ে যায়। গতকাল এ ঘটনা ঘটে। পুলিশ, রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানান, পার্বতীপুরগামী ট্রেনটি কুড়িগ্রাম রেল স্টেশন থেকে ছেড়ে নাজিরা রেল ক্রসিং এসে পৌঁছায়। এ সময় পাথর বোঝাই একটি ট্রাক্টর রেল ক্রসিং অতিক্রম করার চেষ্টা করলে ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়।